ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

যে কারণে মুশফিককে কিপিংয়ে চান সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ০৭:২১

মুশফিকুর রহিম৷ ছবি সংগৃহীত মুশফিকুর রহিম৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: গেল বছর বিশ্বকাপের আগে কিপিং ভাগাভাগি ইস্যুতে একপ্রকার নারাজ হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটের পেছনের দায়িত্ব ছেড়েছিলেন মুশফিকুর রহিম৷ তবে সাকিব আল হাসান অধিনায়ক হওয়ার পরে গুঞ্জন ছিল আবারও আগের ভূমিকায় দেখা যাবে তাকে৷ সাকিব নিজেও বলেছেন, মুশফিক কিপিং করলে মাঠ পরিচালনা আরও সহজ হয়ে যায়৷

সোমবার সংবাদ সম্মেলনে কিপিং বিষয়ে সাকিব বলেন, উইকেটকিপিং যেটা হচ্ছে, উনি (মুশফিক) এটা করলে আমার জীবনটা অনেক সহজ হয়ে যাবে। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে টি-টোয়েন্টিতে সময়টা খুব কম থাকে। যেটা হয়, ফিল্ডিংয়ের অ্যাঙ্গেলগুলো উনি খুব সহজে বদলাতে পারে। আমার কাছে শোনারও দরকার নাই। আমার জীবনটা অনেক সহজ হয়ে যায়। আমি অন্য একটা-দুটো বিষয় নিয়ে চিন্তা করতে পারবো৷

এশিয়া কাপ দল ঘোষণার পূর্বে গুঞ্জন ছিল দলে জায়গা হারাচ্ছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ৷ তবে এটিও প্রকাশ পায় সাকিবের চাওয়াতেই স্কোয়াডে টিকে গেছেন দুজনে৷

অভিজ্ঞ এই দুজন প্রসঙ্গে সাকিব বলেন, ‘তারা দুইজন (মুশফিক-রিয়াদ) আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ অংশ। তারা এটা সম্পর্কে অবগত। তারা জানেন তাদের দায়িত্ব কী, চ্যালেঞ্জগুলো কী?’

তিনি আরও যোগ করেন, ‘তারাও জানেন ঠিক কোন অবস্থায় আছেন। আমার আলাদা করে কিছু বলার নেই। এতদিন ধরে খেলার পরে উনারা খুব ভালো করেই পুরো পরিস্থিতি সম্পর্কে সচেতন। আমরাও জানি আমরা উনাদের থেকে কী আশা করছি। উনারা দলের খুবই গুরুত্বপূর্ণ অংশ।’

এশিয়া কাপ স্কোয়াডে নাঈম শেখ যোগ হওয়ার আগে ওপেনার ছিল মাত্র দুজন৷ সেসময় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ওপেনার হিসেবে মুশফিকের কথা সামনে আনেন৷ এছাড়াও শৈশবের গুরু নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছিলেন শুরুতে মুশফিক ওপেনার ছিলেন৷ এদিকে বিসিবি থেকে জানানো হয়েছে চার নম্বর পজিশনে ব্যাট করবে আফিফ হোসেন ধ্রুব, যে জায়গায় ব্যাটিং করে আসছেন মুশফিক৷

মুশিফকের ব্যাটিং পজিশন নিয়ে সাকিব বলেন, আমরা আসলে ব্যাটিং অর্ডার, বেস্ট ইলেভেন কি হবে সেটা নিয়ে চিন্তা করছি না। আমরা বেস্ট পসিবল ওয়েতে প্রস্তুত হওয়ার চেষ্টা করছি। ম্যাচের এক-দুই আগে থেকে দলটা কি রকম হতে পারে সেটা নিয়ে ভাবব।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।