ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

এশিয়া কাপ

সাকিবের হাত ধরে বদলে যাবে বাংলাদেশ, বিশ্বাস ওয়াটসনের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ০৬:৫২

সাকিব আল হাসান। ছবি সংগৃহীত সাকিব আল হাসান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আসন্ন এশিয়া কাপ দিয়ে আবারও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই সংস্করণে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। তবে এশিয়া কাপে সাকিবের হাত ধরে বদলে যাবে বাংলাদেশ এমনটিই বিশ্বাস করছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার শেন ওয়াটসন। 

 

ওয়াটসনের মতে, সাকিবের হাত ধরেই এশিয়া কাপে বদলে যাবে বাংলাদেশের পারফরম্যান্স। 'সাকিবের মতো একজন কোয়ালিটিফুল নেতা যখন দায়িত্ব পেয়েছে, এটা তাদের (বাংলাদেশ) দলগতভাবে আরও সুসংঘটিত করবে। সে খুবই অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশকে সে আগেও নেতৃত্ব দিয়েছে। এমনকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে বিপিএলে।'

 

এশিয়া কাপের এবারের আসরে সাকিব দাপুটে ক্রিকেট না খেললে অবাক হলেও বলে মন্তব্য করেছেন ওয়াটসন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'চাপের মধ্যে তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দারুণ। তার একটি বিষয় প্রমাণ করারও আছে। যখন কোনো ক্রিকেটারের নিজেকে প্রমাণের ক্ষেত্র থাকে এবং ভালো করার ক্ষুধা থাকে তখন তারা দাপুটে ক্রিকেট খেলতে থাকে। সে যদি এশিয়া কাপ ও বিশ্বকাপে দাপুটে ক্রিকেট না খেলে তাহলে আমি খুবই অবাক হবো।'

তিনি আরও যোগ করেন, '৩০ এর উপরে তার গড়, তিন ফরম্যাটেই তার গড় ৩০ এর মাঝে। ১৫ বছর ধরে সবগুলো ফরম্যাটে এই গড় নিয়ে ব্যাটিং করা দারুণ কিছু।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।