ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

বিসিবির সিদ্ধান্তকে সমর্থন করছেন ডমিঙ্গো

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ০৫:৪৫

সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন ও রাসেল ডমিঙ্গো৷ ছবি সংগৃহীত সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন ও রাসেল ডমিঙ্গো৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: নাজমুল হাসান পাপন সোমবার দুপুরেও বিসিবির আঙিনায় দাঁড়িয়ে বললেন, রাসেল ডমিঙ্গোই আমাদের হেড কোচ। পাশেই তখন দাঁড়ানো এই প্রোটিয়া কোচ।


কিন্তু একই সময়ে পাপন ঘোষণা করেছেন টি-২০ ফরম্যাটের সঙ্গে আর সম্পৃক্ত করা হবে না ডমিঙ্গোকে। তাকে মনোযোগ দিতে হবে ওয়ানডে ও টেস্টে। এশিয়া কাপ থেকেই টি-২০ সেটআপে রাখা হচ্ছে না তাকে। তাই বিশ্বকাপ পর্যন্ত কার্যত বলার মতো অ্যাসাইনমেন্ট নেই ডমিঙ্গোর।


তবে বিসিবির সংস্করণভেদে পৃথক কোচের এই পরিকল্পনা, তাকে টি-২০ থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত মেনে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই কোচ।


পাপনের সামনে দাঁড়িয়েই সোমবার ডমিঙ্গো বলেছেন, ‘পরিকল্পনা মনে ধরেছে। আমি মনে করি, এটা আমাকে টেস্টে এবং পঞ্চাশ ওভারের ক্রিকেটে আরও মনোযোগী করে তুলবে। টি-টোয়েন্টিতে আমাদের কিছু ভালো ফল আছে। আবার কিছু খারাপ ফলও আছে। আমি মনে করি এটা খুব ভালো দিক যে আমরা নতুন করে আবার টি-টোয়েন্টির যাত্রা শুরু করতে যাচ্ছি।’

টাইগারদের হেড কোচ আরও বলেন, ‘আমি খুব খোলা মনের। এটা শুধু আমার একার দল নয়। কিংবা আমাকে নিয়েই সব, এমন কিছু নয়। যেভাবে দলের উন্নতি সম্ভব বলে নীতিনির্ধারকেরা মনে করছেন সেভাবেই তারা সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাদের সেই সিদ্ধান্তকে সমর্থন করছি। এটা আমাকে আরও সুযোগ দিচ্ছে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার, পঞ্চাশ ওভারের বিশ্বকাপ সামনে আসছে। আমাদের টেস্ট ক্রিকেটেও অনেক কাজ বাকি।’

সবমিলিয়ে ডিসেম্বরের আগে কাজ নেই ডমিঙ্গোর। প্রায় তিনমাস ছুটি পেয়ে গেলেন তিনি। যা কাজে লাগাতে চান পরিবারের সঙ্গে থেকে, ‘পাশাপাশি আমাদের পরিবার নিয়েও কিছুটা সময় কাটাতে পারবো। গত বছরের জানুয়ারি থেকে এই বছরের জানুয়ারি পর্যন্ত মাত্র পাঁচ সপ্তাহ পরিবারকে সময় দিতে পেরেছি। সামনে আমরা আরও সতেজ হয়ে আসতে পারব। আমার কাছে পরিবারটাও গুরুত্বপূর্ণ।’

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, টি-২০ তে ডমিঙ্গোর কোচিং দর্শন বাংলাদেশের সঙ্গে মানানসই নয়। এ নিয়ে বিতর্কে জড়াতে রাজি নন তিনি, ‘প্রত্যেকের ভিন্ন ভিন্ন মত থাকবে। আমি জানি আমার দর্শন কী, আমি জানি আমার কোচিং পদ্ধতি কী। আমার সেসব বিষয়ে মন্তব্য করার কিছু নেই। আমি গণমাধ্যম খুব একটা অনুসরণ করি না। এজন্য এ বিষয়ে বলার কিছু নেই।’

 

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।