ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

টি-টোয়েন্টির দায়িত্ব হারালেন ডমিঙ্গো

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ০০:৩৬

রাসেল ডমিঙ্গো। ছবি সংগৃহীত রাসেল ডমিঙ্গো। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বাংলাদেশ টি-টোয়েন্টি দলের প্রধান কোচের দায়িত্ব হারালেন রাসেল ডমিঙ্গো। এখন থেকে শুধুমাত্র টেস্ট ও ওয়ানডতে দলের সঙ্গে তিনি কাজ করবেন। এছাড়াও ঘরোয়া লিগ ও জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তাদের ফর্মজনিত সমস্যা ও টেকনিক্যাল বিষয়গুলোর সমাধানে কাজ করবেন তিনি।

টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে ডমিঙ্গোর নাম বাদ যাওয়ায় এশিয়া কাপের ১৫তম আসরে হেড কোচ ছাড়াই খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার সাবেক স্পিন সহকারী বোলিং কোচ শ্রীধরন শ্রীরাম গতকাল বাংলাদেশে এসেছে। হেড কোচ হওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তিনি টেকনিক্যাল পরামর্শক হিসেবেই কাজ করবেন। 

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোচিং স্টাফদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি বলেন, ‘রাসেল ডমিঙ্গো টি-টোয়েন্টিতে নয়, আমরা তাঁকে ওয়ানডে ও টেস্টের দায়িত্ব দিয়েছি। আমরা টি-টোয়েন্টিটা আলাদা করেছি।’

নাজমুল এর সঙ্গে যোগ করেন, ‘হেড কোচ বলতে (টি-টোয়েন্টি তথা এশিয়া কাপে) এখন পর্যন্ত কেউ নেই। এখানটায় আমাদের ব্যাটিং কোচ রয়েছে। আমাদের স্পিন কোচ, পেস বোলিং কোচ, ফিল্ডিং কোচ রয়েছে। আমাদের অধিনায়ক আছে। টি-টোয়েন্টিতে আমাদের টেকনিক্যাল পরামর্শক আছে একজন। সে গেম প্ল্যান দেবে। যদি গেম প্ল্যান সে দেয়, তাহলে হেড কোচ আর কী করবে। প্রধান কোচের তো কোনো কাজ থাকে না।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।