ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

একদিনেই খুব বেশি উন্নতি সম্ভব নয়

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ১৯:৪৪

লাল ও সবুজ দল। ছবি সংগৃহীত লাল ও সবুজ দল। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণে বড় সমস্যাগুলোর একটি পাওয়ার হিটিং। চার-ছক্কার এই খেলায় দলের ব্যাটাররা দৌঁড়ে রানের উপরই অধিক নির্ভর। এই নির্ভরতায় ডট বলের সংখ্যাও ভয়ঙ্কর রূপ ধারণ করে। প্রতি ম্যাচেই ১৫-২০ রান কম হওয়ার আক্ষেপ থাকছেই। এই পাওয়ার হিটিংয়ে উন্নতি করতে সময় প্রয়োজন এবং একদিনে খুব বেশি উন্নতি করা যাবে না বলে মনে করেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। 

গতকাল মিরপুরে প্রস্তুতি ম্যাচেও গুটি কয়েকজন ছাড়া কেউ দ্রুত রান তুলতে পারেননি। ম্যাচ শেষে মোসাদ্দেক বলেন,‘পাওয়ার হিটিং বলতে আমরা সবাই যেটা বুঝতে পারি সেটা ছয় মারার সক্ষমতা। সেটাই হয়তো সবাই করার চেষ্টা করছে। আজকের ম্যাচে সেই আবহটা ছিল। সবাই মারতে চায়, এমন মনোভাবই ছিল। সেটার প্র্যাকটিসটাই আজকে করার চেষ্টা করেছি।’

 

তিনি আরও বলেন, ‘একদিনে হয়তো আপনি খুব বেশি উন্নতি পাবেন না। এটা একটা লম্বা প্রক্রিয়া। সময় দিলে এখান থেকে আমরা ভালো ফলাফল পাবো। এটার জন্য আমাদের সবাইকেই সময় দিতে হবে।’

 

দিন দুয়েক আগে অধিনায়ক সাকিব আল হাসানও বলেছিলেন খুব দ্রুত সবকিছু বদলে দেওয়া সম্ভব নয়। এশিয়া কাপকে প্রস্তুতির মঞ্চ হিসেবে ধরে নিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো করার প্রচেষ্টা চালাবেন বলে জানিয়েছেন তিনি।

 

সাকিব বলেন, ‘আমার কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে গিয়ে যাতে ভালো কিছু করতে পারি। আমি যদি মনে করি, এক দিনে আমি বা অন্য কেউ এসে বদলে দিতে পারবে, তাহলে আমি বোকার রাজ্যে বাস করছি। বাস্তবিক চিন্তা যদি করেন, আশা করা যায় তিন মাস পর বিশ্বকাপ খেলব, (সেখানে) দল হিসেবে যদি উন্নতি করতে পারি, সেটিই (প্রাপ্তি) হবে।’ 

অধিনায়কের এই কথা প্রসঙ্গে সাংবাদিকদের মোসাদ্দেক বলেন, ‘পরিবর্তন আপনি যখন করবেন তখন দুইটা দিক আসতে পারে। হয় পজিটিভ বা নেগেটিভ। সাকিব ভাই যে প্ল্যাণটা দিয়েছে সবাইকে, সেই জায়গা থেকে অবশ্যই এটা পজিটিভ মনে হচ্ছে। এটার ধারাবাহিকতা যদি আমরা ধরে রাখি তাহলে টি-টোয়েন্টি সংস্করণে খুবই উপকার হবে।’

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।