ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ঝড় তুলবেন ‘ওপেনার’ মুশফিক!

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২ ০৭:০২

মুশফিকুর রহিম৷ ছবি সংগৃহীত মুশফিকুর রহিম৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: এই তো কয়েক বছর আগে হুট করে বাবর আজম ও রিজওয়ান পাকিস্তানের হয়ে ওপেনিং শুরু করলেন। দুজনই খেলতেন মিডল অর্ডারে। ধীরে ধীরে ওপেনিংয়ে ঈর্ষন্বীয় সফলতা পেয়েছেন তারা। ভারতের হয়ে টি-২০ তে ওপেনিং করতে দেখা গেছে বিরাট কোহলিকেও।


বাংলাদেশের এশিয়া কাপের ১৭ সদস্যের দলে মাত্র দুজন ওপেনার। তারা হচ্ছেন এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমন। বিজয়ের জায়গা নিশ্চিত ধরেই মেকশিফট ওপেনারের কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।


এই আলোচনাতেই উঠে এসেছে মুশফিকুর রহিমের নাম। এমনিতেই এই ফরম্যাটে তার ক্যারিয়ার ঝুঁকিতে আছে। কথা উঠেছে টি-২০ তে প্রায় অকার্যকর তিনি। পরিসংখ্যান অবশ্য তাই বলে, ১০০ ম্যাচ খেলে ব্যাটিং গড় মাত্র ১৯.৯৩। মিডল অর্ডারে খেলে ১৪৯৫ রান করেছেন ৬টি হাফ সেঞ্চুরি।


ওপেনিংয়ে কেমন হবেন মুশফিক? অন্তত মৌলিক ঘরনার ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারবেন তিনি। বাবর, রিজওয়ানদের মতো সফলও হতে পারেন। পুরো ইনিংস জুড়ে খেলার সুযোগ পাবেন মুশফিক।

বিকেএসপির উপদেষ্টা ও মুশফিকের ছেলেবেলার গুরু নাজমুল আবেদীন ফাহিম বুধবার জানালেন, বিকেএসপিতে ক্যারিয়ারের শুরুতে ওপেনার ছিলেন মুশফিক। প্রিয় ছাত্রকে আবারও ওপেনিংয়ে আনার আলোচনায় অবাক নন ফাহিম, ‘মুশফিক যখন খেলা শুরু করেছিল, বিকেএসপিতে ওপেনার হয়েই এসেছে, এটা আমি জানি ব্যক্তিগতভাবে।’


তিনি আরও যোগ করেন, ‘ক্যারিয়ারের কারণে ও মিডল অর্ডারে চলে এসেছে। অবশ্যই ও মিডল অর্ডারের একজন ব্যাটসম্যান, ওপেন করাটা সবসময় চ্যালেঞ্জিং ব্যাপার। আমি জানি না ও নিজেকে কতটা প্রস্তুত করতে পারবে। কিন্তু ওর অভিজ্ঞতাটা কাজে লাগবে। যদি দরকার হয় মুশফিক ও অন্যরাও আছে।’


মুশফিককে ওপেনিংয়ে সুযোগ দেয়ার প্রসঙ্গে ফাহিম আজ বলেছেন, ‘আসলেই করবে কি না জানি না। কারণ দুজন স্বীকৃত ওপেনার আছে আমাদের দলে। যদি ওদের মধ্যে কেউ ব্যর্থ বা অসুস্থ হয় তাহলে হয়তো মেক শিফট অপশনের ব্যাপার আসবে। সেখানে বোধ হয় অনেক অপশন আছে আমাদের হাতে, যারা নরমালি নিচে খেলে কিন্তু প্রয়োজনে ওপেন করেছে।’
বছরের শুরু থেকেই নিয়মিত বিরতিতে ব্যাটিং নিয়ে মুশফিকের সঙ্গে কাজ করেছেন ফাহিম। যেখানে পাওয়ার হিটিংয়ের ক্লাস ছিল। এশিয়া কাপে টি-২০ তে মুশফিকের ব্যাটিং ঝড় দেখার আশায় আছেন বিখ্যাত এই কোচ। ফাহিম বলেন, ‘আমার মনে হয় মুশফিকের ক্ষেত্রে আমি খুব আশাবাদী। আশা করেছিলাম জিম্বাবুয়েতে পাওয়ার হিটিংয়ের সুযোগ নেবে, নেওয়ার সুযোগ ছিল। প্রথম ম্যাচে ফিফটি করেছিল, এমন একটা জায়গায় ছিল পাওয়ার হিটিং করতে পারতো, কেন সুযোগটা নেয়নি আমি জানি না।’


পাওয়ার হিটিং আয়ত্ত হতে চলেছে মুশফিকের, এমনটাই মনে হয় ফাহিমের। তিনি বলেন ফাহিম, ‘আমার মনে হয় নিজেও আস্তে আস্তে বুঝতে পারছে পাওয়ার হিটিংটা কী। আজকেও দেখলাম কিছু ভালো শট খেলেছে। আমি নিশ্চিত সামনে আর দু চারদিন অনুশীলন করলে, আরও বেশি আয়ত্বে আসবে, ও হয়তো আরও এফেক্টভলি ওভার দ্য টপ খেলতে পারবে। টি-টোয়েন্টিতে চার ছক্কা মারার যে ব্যাপার, সেটা সফল হবে।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।