ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

তিন বছরে ৫০ ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২ ০৬:৩১

বাংলাদেশ নারী ক্রিকেট দল৷ ছবি সংগৃহীত বাংলাদেশ নারী ক্রিকেট দল৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: আন্তর্জাতিক ক্রিকেটে সবসময়ই অনিয়মিত ছিল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। এক সিরিজ থেকে আরেক সিরিজের ব্যবধান অনেক সময়। লম্বা বিরতিতে পড়ে ক্রিকেট বিচ্ছিন্ন হয়ে পড়তেন ক্রিকেটাররা। নারী ক্রিকেটকে ভুলে বসতো সবাই।


একটা পরিসংখ্যানেই বিরতির বিষয়টা স্পষ্ট হয়ে উঠবে। ২০১১ সালের ২৬ নভেম্বরে ওয়ানডে অভিষেকের পর গত ১১ বছরে বাংলাদেশ নারী দল ওয়ানডে খেলেছে মাত্র ৫৯টি, টি-২০ ৭৯টি।


আরও জলজ্যান্ত উদাহরণ হলো গত মার্চে ওয়ানডে বিশ্বকাপ খেলার পর গত ৫ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে নারী দল। লম্বা বিরতির এই আক্ষেপ ঘুচে যাচ্ছে, বাংলাদেশের নারী ক্রিকেটারদের নতুন সম্ভাবনা, ব্যস্ততার প্রহর নিয়ে আসছে আইসিসির এফটিপি।


নারী ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) ঘোষণা করেছে আইসিসি। ১০টি দলকে নিয়ে ২০২২ সালের মে থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত তিন বছরের চক্র ধরা হয়েছে। দলগুলো এই সময়ে ৭ টেস্ট, ১৩৫ ওয়ানডে ও ১৫৯ টি-২০ খেলবে।


এই এফটিপির অংশ হওয়ায় বাংলাদেশ দলের ম্যাচ বেড়ে গেছে অনেক। আগামী তিন বছরে ৫০টি ম্যাচ খেলবেন সালমা, রুমানা, জাহানারা আলমরা। যেখানে থাকছে ২৪ ওয়ানডে ও ২৬ টি-২০।


আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর দিয়ে এফটিপির এই অধ্যায়ে নাম লেখাবে বাংলাদেশ দল। চারটি করে সিরিজ থাকবে হোম এন্ড অ্যাওয়ে। দেশের মাটিতে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ এবং দেশের বাইরে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে টাইগ্রেসরা।


প্রতিটি সিরিজেই অন্তত তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ থাকছে। এছাড়া আইসিসি, এসিসির টুর্নামেন্ট তো থাকবেই। তাই ব্যস্ততা বাড়ছে বাংলাদেশ নারী দলের।


বর্তমানে সিলেটে জাতীয় ক্রিকেট লিগ খেলছেন নারী ক্রিকেটাররা। লিগ হচ্ছে টি-২০ ফরম্যাটে। আগামী মাসে আরব আমিরাতে বিশ^কাপ বাছাই খেলবে নারী দল।

 

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।