ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

আইসিসি

বর্ষসেরা ওয়ানডে একাদশের টুপি পেলেন মুশফিক

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২২ ০৫:৫০

প্রাপ্তির পুরস্কার। ছবিঃ সংগৃহীত প্রাপ্তির পুরস্কার। ছবিঃ সংগৃহীত

নট আউট ডেস্কঃ  গেল বছর আইসিসির ওয়ানডে একাদশের একজন ছিলেন বাংলাদেশের মুশফিকুর রহিম। এমন গৌরবময় প্রাপ্তির পুরস্কার হাতে পেয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে বর্ষসেরা একাদশের টুপি পেয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সেই টুপি পরা হাসিমুখের ছবি পোস্ট করে মুশফিক লিখেছেন 'আলহামদুলিল্লাহ'। 

একাদশে নির্বাচিত হওয়ার বছরে মুশফিক খেলেছিলেন ৯ ওয়ানডে। যেখানে প্রায় ৫৯ গড়ে করেছেন ৪০৭ রান। সেই একাদশে বাংলাদেশ থেকে সুযোগ পাওয়ার সংখ্যা ছিল তিন। বিশ্বসেরা সাকিব আল হাসানের পাশাপাশি সুযোগ হয়েছিল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের।

সাকিব ওয়ানডেতে ব্যাট হাতে ২৭৭ রানের পাশাপাশি বল হাতে নেন ১৭টি উইকেট। আর মুস্তাফিজ বল হাতে ২১.৫৫ গড়ে নেন ১৮টি উইকেট।

আইসিসির এই একাদশে অধিনায়ক হিসেবে রাখা হয়েছিল পাকিস্তানের বাবর আজমকে। 

২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দল: পল স্টার্লিং, জানেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ভ্যান ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুশমন্ত চামিরা।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।