ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

আজই কি তবে সিরিজ জয়?

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৩ জুলাই ২০২২ ২০:৪০

মিরাজের নৈপুণ্য প্রথম ওয়ানডেতে জয় পায় বাংলাদেশ। ফাইল ছবি মিরাজের নৈপুণ্য প্রথম ওয়ানডেতে জয় পায় বাংলাদেশ। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ টেস্ট, টি-২০ তে ওয়েস্ট ইন্ডিজের কাছে কার্যত পাত্তাই পায়নি বাংলাদেশ দল। কিন্তু ওয়ানডে ফরম্যাটে নামতেই বদলে গেল টাইগাররা। ২২ গজে স্বাগতিকদের মাথা তুলেই দাঁড়াতে দেয়নি তামিম ইকবালের দল। প্রথম ওয়ানডেতে উইন্ডিজদের ৬ উইকেটে হারিয়েছিল সফরকারী দল।

তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ দলের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। গায়ানায় আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। বুধবার জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করবে তামিম বাহিনী। বুধবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

সিরিজ জয়ের জন্য তৃতীয় ওয়ানডে পর্যন্ত অপেক্ষা করতে চায় না বাংলাদেশ দল। আজই সিরিজ জিততে মুখিয়ে মেহেদী হাসান মিরাজরা। গতকাল গায়ানায় অনুশীলনের পর সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘শেষ ম্যাচ পর্যন্ত তো অপেক্ষা করতে পারব না। কাল (আজ) জিতলেই যেহেতু সিরিজ জিতব, একটু নির্ভার থাকতে পারব। অবশ্যই জেতার জন্যই তো খেলব। তবে আরও বেশি ফোকাসড থাকব।’

প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরে যাওয়া ক্যারিবিয়ানরা আজ নিশ্চিতভাবেই ঘুরে দাঁড়াতে চাইবে। সিরিজ হার এড়াতে মুখিয়ে থাকবে তারা। উইন্ডিজদের কৌশল আজ কী হতে পারে সেটি নিয়েও নাকি টিম মিটিংয়ে আলোচনা করেছে টাইগাররা। মিরাজ জানালেন, ‘ওরা ফিরে আসতে চাইবে। ওরা ফিরে আসলেও কীভাবে আসতে পারে, সেগুলো নিয়ে এরই মধ্যে কথা বলেছি। অধিনায়ক মিটিংয়ে কথা বলেছেন। দিনের শেষে ভালো খেলা গুরুত্বপূর্ণ। সবাই নিজেদের কাজটা করতে পারলেই জিততে পারব।’

আজ ম্যাচ জিততে তিন বিভাগেই ভালো ক্রিকেট খেলতে হবে। প্রথম ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পাওয়া মিরাজ বারবার প্রক্রিয়া অনুযায়ী পারফর্ম করার দিকেই গুরুত্ব দিলেন, ‘জেতার জন্য প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ম্যাচ জিততে হলে যে প্রক্রিয়া সেটি প্রত্যেক বিভাগেই ভালো করতে হবে। মাথায় অবশ্যই আছে ম্যাচ জেতার (ভাবনা), তবে কীভাবে জিতব, সেটিও মাথায় আছে। সে সব নিয়েই আলোচনা করেছি।’

উল্লেখ্য, ২০১৮ সালেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-১ এ ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ দল। আজ সেটির ধারাবাহিক ধরে রাখাই হবে তামিম বাহিনীর মূল চ্যালেঞ্জ। একই সঙ্গে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টানা ১০ ওয়ানডেতে জয়ের গৌরবও হাতছানি দিচ্ছে বাংলাদেশকে।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।