ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

সিরিজ জয়ের লক্ষ্যে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ১৩ জুলাই ২০২২ ১৫:৫১

বাংলাদেশ উইন্ডিজ সফর৷ ছবি সংগৃহীত বাংলাদেশ উইন্ডিজ সফর৷ ছবি সংগৃহীত

গায়ানায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও উইন্ডিজ৷ ১৩ জুলাই (বুধবার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি৷ প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে সফরকারী বাংলাদেশ৷

প্রথম ম্যাচে মিরাজ-শরিফুলের বোলিং জুটিতে বিধ্বস্ত হয়েছিল স্বাগতিকরা৷ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪১ ওভারে ১৪৯ রান করে উইন্ডিজ৷ জবাবে ৫৫ বল এবং ৬ উইকেট হাতে রেখে জয় পায় তামিমের নেতৃত্বে বাংলাদেশ৷

এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিতে চাইবে বাংলাদেশ৷ ফলে প্রথম ম্যাচের একাদশ থাকতে পারে অপরিবর্তীত৷ শেষ পর্যন্ত ইনজুরি না হলে একাদশে এনামুল হক বিজয়ের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম৷ অপরদিকে সিরিজ বাঁচাতে চেষ্ঠার সবটুকুই করবে উইন্ডিজ তা অধিনায়েকর কথাতে স্পষ্ট৷

উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান বলেন, ,‘আমরা জানি, বাংলাদেশ ওয়ানডেতে বেশ কয়েকটি ম্যাচ জিতেছে আমাদের বিপক্ষে। এটা হতেই পারে। আমি অনুভব করছি, আমাদের এখনো সিরিজ জয়ের সুযোগ আছে। বুধবার আমাদের দ্বিতীয় ম্যাচ। নিশ্চিত করতে হবে আমরা যেন নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে মাঠে নামতে পারি। আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং লড়াই করতে হবে।’

ওয়ানডে ক্যারিয়ারে ৫০তম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে তাসকিন আহমেদ৷ এই ম্যাচেই হতে পারে পূরণ৷ গতম্যাচে বাংলাদেশ দল ৬ ব্যাটার এবং ৫ বোলার নিয়ে মাঠে নেমেছিল নিজেদের পছন্দের ফরম্যাটে৷

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হাসান শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ৷

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।