ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

বৃহস্পতিবার আসছেন স্টুয়ার্ট ল, ওয়াসিম জাফর

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৩ জুলাই ২০২২ ০৬:১১

ঢাকা আসছে যুব দলের কোচ৷ ছবি সংগৃহীত ঢাকা আসছে যুব দলের কোচ৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গঠনের অংশ হিসেবে ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগ। নতুন যুব দল গঠনের জন্য প্রাথমিক দলে ডাকা হচ্ছে ৪০ ক্রিকেটারকে। তাদেরকে নিয়ে বিকেএসপিতে ক্যাম্প শুরু হবে আগামী ১৬ জুলাই।

বিসিবি সূত্রে জানা গেছে, ক্যাম্প শুরুর আগেই আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন যুব দলের নতুন হেড কোচ স্টুয়ার্ট ল ও ব্যাটিং কোচ ওয়াসিম জাফর। দুজনই বৃহস্পতিবার ঢাকায় পৌঁছে যাবেন।

দুই কোচের আগমনের দিনেই ক্যাম্পে ডাক পাওয়া ৪০ ক্রিকেটারকে রিপোর্ট করতে হবে মিরপুর স্টেডিয়ামে। বিকেএসপিতে ফিটনেস ও স্কিল অনুশীলনের পাশাপাশি ম্যাচ খেলানো হবে এসব ক্রিকেটারদের। ৪০ জনকে ভাগ করা হবে তিনটি দলে। এখন থেকেই গঠন করা হবে নতুন যুব দল।


২০২০ সালে যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। চলতি বছরে বিশ্বকাপে সেরা চারেও থাকতে পারেনি বাংলাদেশের যুব দল। যদিও এখনও ২০২৪ সালের যুব বিশ্বকাপের আয়োজক চূড়ান্ত হয়নি।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।