ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ছক্কার শতকে দেশের প্রথম তামিম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২২ ০৪:৫৩

তামিম ইকবাল৷ ছবি সংগৃহীত তামিম ইকবাল৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: ওডিআই ফরম্যাটে বাংলাদেশ দূর্দান্ত৷ উইন্ডিজে ব্যর্থতার পর প্রাপ্তি এসেছে প্রথম ওয়ানডেতে৷ এদিন নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন কাপ্তান তামিম ইকবাল৷ দেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ১০০ ছয় পূরণ করেছেন তিনি৷

দেশের প্রথম তামিম বিশ্বক্রিকেটে ৪০ তম৷ এর আগে আরও ৩৯ জন ক্রিকেটার হাকিয়েছেন ছয়ের সেঞ্চুরি৷ ৩৫১টি ছক্কা নিয়ে সবার উপরে শহিদ আফ্রিদির।

তামিমের পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন মুশফিকুর রহিম৷ এই ব্যাটারের ঝুলিতে রয়েছে ৮৫টি ছক্কা৷


ওয়ানডের মতো তিন ফরম্যাট মিলেও ছক্কার হিসেবে বাংলাদেশের অন্য সবার চেয়ে এগিয়ে তামিম। তিন ফরম্যাট মিলে তামিমের মোট ছক্কা ১৮৪টি। এ তালিকায় দুইয়ে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ১৫৯ ছক্কা নিয়ে। তিন ফরম্যাট মিলে অন্তত ১০০ ছক্কা রয়েছে মুশফিক (১৫৩), সাকিব (১০৯) ও মাশরাফির (১০৭)।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।