ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

অবশেষে স্বস্তির জয়

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১ জুলাই ২০২২ ১৭:৩৩

ম্যাচ সেরা মেহেদি হাসান মিরাজ৷ ছবি সংগৃহীত ম্যাচ সেরা মেহেদি হাসান মিরাজ৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: রীতিমতো দুর্বিপাকেই ছিল বাংলাদেশ দল। আন্তর্জাতিক ক্রিকেটে টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল টাইগাররা। দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজের পর থেকে পরপর ছয়টি টেস্টের পাঁচটিতেই হেরেছিল বাংলাদেশ। টি-২০ তে নেমেও দৃশ্যপট বদল হয়নি। দুই ম্যাচ হেরে সিরিজই খুঁইয়েছে সফরকারী দল।


হারের এই তিক্ততা ভুলতে ওয়ানডেই ত্রাতা হয়েছে। সবচেয়ে সফল ফরম্যাট দিয়েই চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে জয়ের খাতা খুলেছে বাংলাদেশ। গতকাল রাতে গায়ানায় সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল।


বহুদিন পর ২২ গজে দাপুটে পারফরম্যান্স করেছে টাইগাররা। পুরো ম্যাচেই উইন্ডিজদের শাসন করেছে লাল-সবুজের দল। জয়ের ভিত গড়ে দিয়েছেন বোলাররা। শরীফুল ইসলাম ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। ৩৪ রানে ৪ উইকেট নিয়েছেন এ বাঁহাতি পেসার। মেহেদী হাসান মিরাজ ৩৬ রানে নেন ৩ উইকেট। কাইল মেয়ার্স, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েলের গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচসেরাও হন মিরাজ।

আগের রাতের বৃষ্টিতে ভেজা আউটফিল্ডের কারণে গতকাল প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচ শুরুতে বিলম্ব হয়েছিল। ম্যাচটা নেমে এসেছিল ৪১ ওভারে।


কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে টস জয়ী বাংলাদেশ ব্যাটিংয়ে পাঠায় উইন্ডিজদের। গায়ানায় যেন মিরপুর স্টেডিয়ামই ধরা দিয়েছিল গতকাল, স্লো ও লো বাউন্সের উইকেট। চেনা কন্ডিশনে জ¦লে উঠেন বাংলাদেশের বোলাররা। ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ১৪৯ রান তুলতে সমর্থ হয়।


কাইল মেয়ার্স ১০, শামারাহ ব্রুকস ৩৩, পুরান ১৮, শেপার্ড ১৫, অ্যান্ডারসন ফিলিপ অপরাজিত ২১, জেডেন সিলস অপরাজিত ১৬ রান করেন। মুস্তাফিজ একটি উইকেট পান।


এই টার্গেট পাড়ি দিতে খুব বেশি সংগ্রাম করতে হয়নি বাংলাদেশ দলকে। ৩১.৫ ওভারে ৪ উইকেটে ১৫১ রান তুলে জয় নিশ্চিত করে তামিম বাহিনী। তামিম ৩৩, শান্ত ৩৭, মাহমুদউল্লাহ অপরাজিত ৪১, সোহান অপরাজিত ২০, আফিফ ৯, লিটন ১ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, গুদাকেশ মোতি, পুরান ১টি করে উইকেট পান।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ দল। আগামী ১৩ জুলাই গায়ানায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।