ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

নাসুমের স্মরণীয় অভিষেক!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুলাই ২০২২ ১৭:২৫

নাসুম আহমেদ৷ ছবি সংগৃহীত নাসুম আহমেদ৷ ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ৮ ওভার, ৩ মেইডেন, ১৬ রান, ০ উইকেট! এমন চমকপ্রদ বোলিং ফিগারের মালিক নাসুম আহমেদ৷ উইন্ডিজের বিপক্ষে নিজের ওয়ানডে অভিষেক ম্যাচে বল হাতে তার এমন কিপ্টে বোলিংয়ের সুফল পুরোপুরিই ভোগ করেছে তামিমের নেতৃত্বে বাংলাদেশ৷

গায়ানায় টানা বৃষ্টি, যার প্রভাব পড়েছে প্রথম ওয়ানডেতে৷ ম্যাচ হয়েছে দেরীতে শুরু, যৌক্তিক কারনে খেলা হয়েছে কম ওভারের৷ সফরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের একটিতেও প্রাপ্তির হাসি না থাকা দলটি নেমেছে নিজেদের প্রিয় সংস্করণে৷ ঈদ আনন্দ দ্বিগুন করে জয় এসেছে ৬ উইকেটে৷ এদিন শরীফুল-মিরাজের বোলিং জুটি বিপক্ষ দলের ৭ উইকেট নিয়ে মুগ্ধতা ছড়ালেও উইকেট না পাওয়া নাসুম কম কিসে৷

কয়েক ধাপে সময় পিছিয়ে টস শেষে যখন জানা গেলো একাদশ তখন বিস্ময় কাজ করেছেন অনেকের মনেই৷ দলে জায়গা হয়নি এনামুল হক বিজয়ের৷ সাকিবের না থাকায় তাইজুল নয়, জায়গা পেয়েছেন নাসুম আহমেদ৷ এমন স্কোয়াডে অনেকে হয়তো করেছে সমালোচনা অনেকে আবার রেখেছে বিশ্বাস৷ কারন নেতা তামিম বলেছিলেন হাতে থাকা খেলোয়াড় নিয়ে তৈরী হবে সেরা একাদশ৷

গত বছরের মার্চে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া নাসুম বর্তমানে দলের নিয়মিত সদস্য৷ ফরম্যাট বদলিয়ে হঠাত আসা সুযোগে নিজেকে যতটা মিলিয়ে ধরেছে তা অনবদ্য৷ তবে ক্যারিয়ারের শুরুতে ভালো কিছু করে হারিয়ে যাওয়ার সংখ্যা মোটেও কম নয়৷ ম্যাচ শুরুর আগে তামিমের কাছে পাওয়া অভিষেক ক্যাপ পাওয়ার সময় যেমন প্রাপ্তির হাসি ছিল মুখে, সঙ্গীদের আলিঙ্গনে যেমন তৈরী হয়েছিল চোখ প্রশান্তির দৃশ্য৷ তেমনি নাসুম এমন বোলিং ফিগার করে যাক বারবার৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।