ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

শেষ ম্যাচে হার, টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ জুলাই ২০২২ ১৮:১৫

টি-টোয়েন্টি সিরিজ জয়৷ ছবি সংগৃহীত টি-টোয়েন্টি সিরিজ জয়৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বৃষ্টি কেটে যাওয়ার সাথে সাথে কেটে যায় ম্যাচ বাতিলের শঙ্কা৷ তবে চিন্তার বিষয় পারবে তো বাংলাদেশ৷ টস জিতে ব্যাটিং করা রিয়াদের দল ১৬৩ রান করলেও শেষ পর্যন্ত জিততে পারেনি ম্যাচ৷ শেষ ম্যাচে সফরকারীদের হার ৫ উইকেটে৷ ফলে ২-০ তে টি-টোয়েন্টি সিরিজ জিতলো স্বাগতিক উইন্ডিজ৷


বাংলাদেশের দেওয়া টার্গেটে ব্যাটিং করতে নেমে কিছুটা বিপর্যয়ে পড়লেও সেই চাপ সামাল দিয়ে দলকে জয় এনে দেন কাইল মায়ার্স ও নিকোলাস পুরান৷

অবশ্য ব্যাটিংয়ে বাংলাদেশ ছক কাটা পরিকল্পনায় সফল। ম্যাচের আগের দিন মাহমুদউল্লাহ ১৬০-১৭০ রানের সমাধান দিয়েছিলেন এভাবে, ইনিংসের শুরুতে একটা ক্যামিও ইনিংস, মাঝে ইনিংস মেরামত করা বড় ইনিংস। শেষে ছোট আরেকটি ঝড়।'

অধিনায়কের চাওয়া মতোই সব হলো গায়ানার ২২ গজে৷ শুরুতে লিটনের ৪১ বলে ৪৯, মাঝে আফিফের ৩৮ বলে ৫০ এবং শেষে মোসাদ্দেকের ৬ বলে ১০ রান বাংলাদেশকে লড়াকু্ পুঁজি দেয়। তবে মাহমুদউল্লাহর ২০ বলে ২২ রানের ইনিংস যথেষ্ট বিরক্তিও ধরায়। ২ চার ও ১ ছক্কায় সাজানো ইনিংসটি আরেকটু গতি পেলে দলের জন্যই ভালো হতো।


ওপেনিং বাংলাদেশের মাথা ব্যথার কারণ। সেই ওপেনিং জুটি গায়ানায় ফেরায় স্বস্তি। ১১ ম্যাচ পর এই ফরম্যাটে বাংলাদেশের উদ্বোধনী জুটির রান ত্রিশের ঘর পেরিয়ে যায়। এনামুল (১০) দলীয় ৩৫ রানে আউট হলে ভাঙে এ জুটি। সাকিব প্রথম বলে কাট করে চার পেলেও ইনিংস বড় করতে পারেননি।

১০ জুলাই থেকে এ মাঠেই শুরু ওয়ানডে সিরিজ। নিজেদের সবচেয়ে পছন্দের ফরম্যাটে জয় পাবে তো বাংলাদেশ। সময়ের কাছে প্রশ্নটা তোলা থাক।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।