ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের লক্ষ্যই ১৬০-১৭০ রান!

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৭ জুলাই ২০২২ ২২:৩০

মাহমুদউল্লাহ রিয়াদ৷ ছবি সংগৃহীত মাহমুদউল্লাহ রিয়াদ৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ ও লংগার ভার্সনে নাজকু বাংলাদেশের পারফরম্যান্স। ওয়ানডে ফরম্যাটে যা কিছুটা স্বস্তিদায়ক রেজাল্ট রয়েছে। টি-২০’র আধুনিক ধন্ধুমার ব্যাটিংটা কখনোই করতে পারেনি বাংলাদেশ দল। এ ফরম্যাটের আবশ্যক পিঞ্চ হিটার নেই দলে। তাই স্কোরবোর্ডে বড় সংগ্রহের কথাই ভাবে না টাইগাররা।


দলটার লক্ষ্যও তাই সীমিত। কুড়ি ওভারে ১৬০-১৭০ রান টার্গেট করেই খেলে বাংলাদেশ দল। টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এমনটাই জানিয়েছেন গতকাল।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃহস্পতিবার গায়ানায় সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। ডমিনিকায় দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের আগুনে ব্যাটিংয়ে মুখ লুকাতে পারছিল না বাংলাদেশের বোলাররা। ব্রেন্ডন কিং, রোভম্যান পাওয়েলের ঝড়ো হাফ সেঞ্চুরিতে উইন্ডিজরা ১৯৩ রান করেছিল। জবাবে সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরির পরও বাংলাদেশ তুলতে পেরেছে ১৫৮ রান।

মাহমুদউল্লাহর চোখে এটাই বাংলাদেশের কাঙ্খিত স্কোর। গায়ানায় গতকাল অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে নিজেদের ব্যাটিং সামর্থ্যরে ছবিটা পরিস্কার করে দিয়েছেন মাহমুদউল্লাহ, ‘যেমন, আগের ম্যাচে সাকিব যেমন একটা ইনিংস খেলল, আমরা ১৬০ এর কাছাকাছি চলে গিয়েছিলাম। তো আমাদের দলে কোনো একজনের এমন ব্যাটিং করতে হবে, সঙ্গে ১৫, ২০ বা ৩০ রানের ক্যামিও ইনিংস খেললে, আমরা সব সময় ধারাবাহিকভাবে ১৬০-১৭০ রান করতে পারব।’


তিনি আরও বলেন, ‘আমাদের এই বিশ্বাসটা আছে, যদি আমরা ব্যাটাররা নিয়মিত ১৬০ থেকে ১৭০ রান করতে পারি, বোলারদের ওইটা ডিফেন্ড করতে পারবে। কারণ, আমাদের বোলিং আক্রমণ যথেষ্ট ভালো। হয়তো আগের ম্যাচে পেসাররা সেভাবে ভালো করতে পারেনি।’

ডমিনিকায় তাসকিন-মুস্তাফিজ-সাকিবদের উপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছিল স্বাগতিক ব্যাটসম্যানরা। তবে আজ শেষ ম্যাচে বোলাররা ঘুরে দাঁড়াবেন বলে বিশ্বাস মাহমুদউল্লাহর, ‘তবে সব মিলিয়ে যদি লক্ষ্য করে দেখেন, অনেক ম্যাচেই আমাদের বোলাররা কিন্তু প্রতিপক্ষকে ছোট, ছোট পুঁজি নিয়েও আটকে রেখেছে। এখনও আমার বেশ অগাধ বিশ্বাস আছে বোলিং বিভাগের উপর। ওরা ঘুরে দাঁড়াতে পারবে।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।