ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

সিনিয়রদের মাঝে সমন্বয় নেই!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ জুলাই ২০২২ ০৬:২৬

পঞ্চপান্ডবের চারজন৷ ফাইল ছবি পঞ্চপান্ডবের চারজন৷ ফাইল ছবি

নট আউট ডেস্ক: প্রতিবেশী ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির মধ্যে স্নায়ু যুদ্ধের গুঞ্জন দীর্ঘ সময় ধরেই৷ তবে মাঠের ক্রিকেটে তারা দল হিসেবেই খেলে তা চিরন্তন সত্য বটে৷ বাংলাদেশের চার সিনিয়র অর্থাৎ মাশরাফিকে বাদ দিয়ে পঞ্চপান্ডবের বাকি যারা রয়েছে তাদের মাঝে গ্যাপ এবং সমন্বয়ের অভাব রয়েছে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সদস্য সানোয়ার হোসেন৷

দেশের বেসরকারি টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে সানোয়ার বলেন, বাংলাদেশ ক্রিকেটে বড় অর্জনে পঞ্চপান্ডবের বড় ভূমিকা রয়েছে৷ বর্তমানে মাশরাফি নেই৷ যে চারজন রয়েছে তাদের আমরা দল হিসেবে পাচ্ছি না৷ তাদের মাঝে কোন গ্যাপ আছে, আমার মনে হয় সমন্বয়ের অভাব রয়েছে৷

বাংলাদেশ ক্রিকেট বর্তমানে খুব একটা ভালো জায়গায় রয়েছে তা বলার সুযোগ কম৷ টেস্ট এবং টি-টোয়েন্টিতে হচ্ছে না ধারাবাহিক সফলতা৷

উল্লেখ্য, মাশরাফির অলিখিত বিদায় ঘটেছে জাতীয় দল থেকে, তামিম নেই সংক্ষিপ্ত সংস্করণে, রিয়াদ তুলে রেখেছেন সাদা পোষাক৷ সিনিয়রদের একসাথে দেখা মিলে ওয়ানডে ফরম্যাটে৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।