ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

এমন ব্যাটিং টি-টোয়েন্টিতে কাজে লাগে না, সাকিবের ইনিংস প্রসঙ্গে আশরাফুল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ জুলাই ২০২২ ২০:৩৯

সাকিব আল হাসান ৷ ছবি সংগৃহীত সাকিব আল হাসান ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: উইন্ডিজ সফরে সাদা পোষাকে ব্যর্থতার পর প্রত্যয় ছিল কুড়ি ওভারে ভালো কিছু করার৷ তবে প্রথম দুই ম্যাচে টাইগারদের ব্যাটিং শুধুই জন্ম দিয়েছে সমালোচনার৷ প্রথম ম্যাচ পরিত্যাক্ত হয়েছে বৃষ্টি বাঁধায়, পরের ম্যাচ টাইগারদের হার ব্যাটিং ব্যর্থতায়৷ দ্বিতীয় ম্যাচে দলের হয়ে সাকিব খেলেছিলেন ৫২ বলে ৬৮ রানের ইনিংস৷ তবে সাকিবের এমন ইনিংস টি-টোয়েন্টি ক্রিকেটে কোন কাজে লাগবে না বলে মন্তব্য করেছেন মোহাম্মদ আশরাফুল৷

দেশের একটি সংবাদমাধ্যমকে আশরাফুল বলেন, 'আপনি যদি সাকিব আল হাসানের ইনিংস দেখেন। এই ধরণের ইনিংস টি-টোয়েন্টি ক্রিকেটে কোন কাজে লাগে না। আপনাকে খেলতে হবে রানরেটের কথা মাথায় রেখে। কতগুলো উইকেট পড়ল এসব দেখলে চলবে না। আমার পয়েন্টটা হলো আমাদের কোন পাওয়ার হিটার নেই। হয় শুরুতে একজনকে টোন সেট করে দিতে হবে। না হয় পরে একজনকে মারতে হবে। আমাদের দলে এই ধরণের খেলোয়াড় কোথায়?'

বাংলাদেশ টি-টোয়েন্টিতে হয়ে উঠতে পারেনি শক্ত প্রতিপক্ষ৷ শুরু থেকে শেষ, নেতা থেকে সেরা ব্যাটার কেউ নেই ভালো ছন্দে৷ যার প্রভাব পড়ছে মাঠের ক্রিকেটে৷ ডট বলের শতাংশ কমছে না কোন ভাবে৷

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে জেতার কোন তাড়না ছাড়া বাংলাদেশের হার তৈরি করেছে আলোচনার নতুন খোরাক। প্রতিপক্ষ ১৯৩ রান করার পর বাংলাদেশ দেখাতে পারেনি লড়াইয়ের ঝাঁজ। ব্যাটিং দেখে মনে হয়েছে বাংলাদেশ খেলছে সম্মানজনক হারের লক্ষ্যে।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।