ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

পাওয়ার হিটিংয়ে কাঁপল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ১৯৩

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৪ জুলাই ২০২২ ১১:৪৪

পিটুনি খেয়েছেন তাসকিন-সাকিবরা। ছবি: গেটি ইমেজ পিটুনি খেয়েছেন তাসকিন-সাকিবরা। ছবি: গেটি ইমেজ

স্পেশাল করেসপন্ডেন্টঃ ডমিনিকার উইন্ডসর পার্কে সিরিজের দ্বিতীয় টি-২০ তে ক্রিকেটপ্রেমীদের চার-ছয়ের পরিপূর্ণ বিনোদন উপহার দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। ক্যারিবিয়ানদের কাছে রোববার পাওয়ার হিটিংয়ের শিকার হয়েছে বাংলাদেশ। বেধড়ক পিটুনিই পড়েছে সাকিব আল হাসান, তাসকিন আহমেদের উপর। বিশেষ করে রোভম্যান পাওয়েল,২২ গজে যেন রুদ্রমূর্তি ধারণ করেন তিনি। বাংলাদেশের বোলারদের তুলোধুনো করেন তিনি।

রান সহায়ক উইকেটে ব্র্যান্ডন কিং ও রোভম্যান পাওয়েলের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৯৩ রান তুলেছে আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য বাংলাদেশের টার্গেট ১৯৪ রান।

টসে হেরে বোলিং করে বাংলাদেশ। প্রথম ওভারে ১৪ রান নিয়ে কাইল মেয়ার্স স্বাগত জানান তাসকিনকে। তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রত্যাবর্তনটা বিষাদে ঢেকে গেছে। ৩ ওভারে ৪৬ রান দিয়ে উইকেট শূন্য তিনি।

ইনিংসের দ্বিতীয় ওভারে মেয়ার্সকে বোল্ড করেন মেহেদী হাসান। নিজের দ্বিতীয় বলে ব্রুকসকে ফেরান সাকিব। ২৬ রানে ২ উইকেট হারানো উইন্ডিজরা পাওয়ার প্লে’ তে তুলেছে ৪৬ রান। মেয়ার্স ১৭, ব্রুকস শূন্য রানে আউট হন।

অধিনায়ক নিকোলাস পুরান ও ব্র্যান্ডন কিংয়ের ৭৪ রানের জুটি থামান মোসাদ্দেক। ব্রেক থ্রু এনে দেন দলকে। কিন্তু মেডেন উইকেট নিলেও নিজের দ্বিতীয় ওভারটি করা হয়নি মোসাদ্দেকের। ইনিংসের ১৩তম ওভারে পুরানকে ফেরান তিনি। পুরান ৩৪ রান করেন।

তারপরই শুরু হয় পাওয়েলের ব্যাটিং ঝড়। সাকিবের করা ১৬তম ওভারে তিন ছক্কা, এক চারে ২৩ রান তোলেন তিনি। পরের ওভারে তাসকিনকে মেরেছেন দুটি ছক্কা ও একটি চার। ওই ওভারে আসে ২১ রান। ২ ওভারে ৪৪ রান তুলে স্বাগতিকরা।

শরীফুলের ১৮তম ওভারের প্রথম বলে ব্র্যান্ডন কিং আউট হন। তিনি ৪৩ বলে ৫৭ রান (৭ চার, ১ ছয়) করেন। ৬৩ রানের জুটি ভাঙে ব্র্যান্ডন কিং ও পাওয়েলের। ২০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ ওভারে উইকেট পেলেও শরীফুল দুই ছক্কায় ১৭ রান দিয়েছেন। ২৮ বলে অপরাজিত ৬১ রান করেন আইপিএলে দিল্লির হয়ে খেলা পাওয়েল। যেখানে ছিল ২টি চার ও ৬টি ছক্কা।   

বাংলাদেশের শরীফুল ২টি, সাকিব, মেহেদী, মোসাদ্দেক ১টি করে উইকেট নেন।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।