ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ব্যাটিংয়ে ছন্দহীন, নেতৃত্বে মলিন

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ৪ জুলাই ২০২২ ০৩:৪৪

মাহমুদউল্লাহ রিয়াদ৷ ছবি সংগৃহীত মাহমুদউল্লাহ রিয়াদ৷ ছবি সংগৃহীত

মশিউর রহমান শাওন: সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদের নিবেদন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই৷ দলের প্রয়োজনে দীর্ঘ সময় ধরেই লড়াই করে যাচ্ছেন বাইশ গজে৷ তবে গত কয়েক ম্যাচ ধরে এ লড়াই যেন একান্তই নিজের জন্য৷ অনুশীলনে আত্মবিশ্বাসী হলেও ম্যাচে ফলাফল শূন্য৷ সাদা পোষাককে বিদায় বলেছেন, রঙিন পোষাকেও ছন্নছাড়া৷ বিশেষ করে যে সংস্করণে নেতৃত্ব দিচ্ছেন দলকে সেখানেই ব্যক্তিগত ইনিংস সমৃদ্ধ করতে ব্যর্থ সম্পূর্ণভাবে৷ শুধু তাই নয়৷ বাস্তবতা বলছে নেতৃত্বেও মিলছে না দলীয় সফলতা৷

প্রথমে আলোচনা করা যাক রিয়াদের ব্যাটিং নিয়ে৷ টি-টোয়েন্টিতে সবশেষ দশ ইনিংসে রিয়াদের রান হলো- ১৯, ৩১, ৩, ১৬, ৬, ১২, ১৩, ১০,২১,৮৷ এই সংখ্যাগুলোর যোগফল ১৩৯৷ অর্থাৎ দশ ম্যাচে রিয়াদের সংগ্রহ ১৩৯৷ গড়ে প্রায় ১৪৷ এই সময়ে তিনি বল মোকাবেলা করেছেন ১৪৯ বল৷ স্ট্রাইক রেটের অবস্থা কতটা শোচনীয় তা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না ৷ এছাড়াও মাত্র তিন ম্যাচে বলের চেয়ে রান করেছেন বেশি৷ সেটি যে খুব বেশি এমনটিও নয়৷

উইন্ডিজ সফরে প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যাক্ত হলেও ব্যাট করার সুযোগ হয়েছিল সফরকারীদের৷ প্রথমে ১৬ ওভারের ম্যাচ হলেও আরেক দফায় বৃষ্টি বাঁধায় তা কমিয়ে করা হয় ১৪ ওভার৷ রিয়াদ ১৩ বলে করেছেন মাত্র ৮ রান৷ একজন নেতার এমন পারফর্মেন্সে দেশের ক্রিকেট পাগল মানুষেরা হতাশ নয়, হয়ে যাবেন হতবাক৷

নেতার ব্যাটিংয়ের সামান্য আলোচনা শেষে মিলিয়ে ধরা যাক নেতৃত্বের খাতা৷ গতবছরের কুড়ি ওভারের বিশ্বকাপে সুপার লিগের পাঁচ ম্যাচেই পরাজিত বাংলাদেশ দেশে ফিরে পাকিস্তান সিরিজে ঘুচতে চেয়েছিল লজ্জা৷ তবে হয়েছে উল্টো৷ ঘরের মাঠে হারের ব্যবধান ৩-০৷ এরপর আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে জয়ের মুখ দেখেছিল একটিতে৷ অর্থাৎ শেষ দশ ম্যাচে প্রাপ্তি বলতে শুধুই এক জয়৷ দশ শতাংশ জয়ের বিপরীতে পরাজয়ের হার ৯০ শতাংশ৷

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এই সংস্করণে সবচেয়ে বেশি রানের মালিক অবশ্য রিয়াদ৷ আগেই বলা হয়েছিল উইন্ডিজ সফর থেকে শুরু হবে টাইগারদের অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি৷ এই প্রস্তুতিতে যদি রান করতে না পারেন নেতৃত্বের দায়িত্বে থাকা রিয়াদ, কিংবা ম্যাচ নিজেদের করতে না পারেন নেতৃত্ব গুণে তাহলে নিশ্চিতভাবে চাপে পড়বে পুরো দল৷ তেমনটি কখনোই কাম্য নয়৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।