ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বৃষ্টিতে পণ্ড বাংলাদেশ-উইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ জুলাই ২০২২ ১৩:৩০

পরিত্যক্ত হয়েছে বাংলাদেশের ও উইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি। ছবি: গেটি ইমেজ পরিত্যক্ত হয়েছে বাংলাদেশের ও উইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি। ছবি: গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ ডমিনিকার উইন্ডসর পার্কে বৃষ্টির বাগড়া উপেক্ষা করে,অবশেষে মাঠে গড়িয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। খেলা শুরুর কথা ছিল বাংলাদেশ সময় সাড়ে এগারটায়। বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায়, নির্ধারিত সময়ের প্রায় পৌনে দু'ঘন্টা পর মাঠে গড়ায় খেলা। ফলে ম্যাচের দৈর্ঘ কমে আসে ১৬ ওভারে।

ব্যাট করতে নেমে ৭.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ ৬০ রান তুলতেই, ম্যাচে ফের হানা তৃতীয় দফায় দেয় বৃষ্টি। ফলে ফের বন্ধ হয় খেলা। এরপর বৃষ্টি থামলে ম্যাচের দৈর্ঘ নেমে আসে ১৪ ওভারে। তবে বাংলাদেশ ১৩ ওভার পর্যন্ত ব্যাট করতেই তৃতীয় দফায় ফের ম্যাচে হানা দেয় বৃষ্টি।  তাতেই ৮ উইকেটে ১০৫ রান তুলতে পারে বাংলাদেশ। এরপর বৃষ্টি থামলেও, ভেজা আউট ফিল্ডের কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দায়িত্বরত দুই আম্পায়াররা। 

এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। কার্টেল ওভারের ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার মুনিম শাহরিয়ারের উইকেট হারায় বাংলাদেশ। এরপর সাকিব আল হাসানকে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন, দীর্ঘ সাত বছর পর দলে ফেরা এনামুল হক বিজয়। প্লাওয়ার প্লে'র সদ্ব্যবহার করে একপ্রান্তে সাকিব খেলেছেন চড়াও হয়ে। অন্যপ্রান্তে দুই চারে ষোল রানেই থেমেছেন বিজয়।

এরপর তৃতীয় উইকেটে লিটনকে নিয়ে দলীয় পঞ্চাশ পার করেন সাকিব। তবে এক ওভারের ব্যবধানে দুই জন ফিরলে ফের চাপে পড়ে বাংলাদেশ। দুই চারে লিটন ফিরেন নয় রান করে। অন্যদিকে হেইডেন ওয়ালশকে উড়িয়ে মারতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরেন সাকিব। ফেরার আগে ২ চার ও ২ ছিক্কায় ১৫ বলে ২৯ রান আসে বিশ্বসেরার ব্যাট থেকে। সাকিবের বিদায়ের পর, মাত্র এক বল গড়াতেই ম্যাচে হানা দেয় বৃষ্টি। ফলে আবারও বন্ধ হয়ে যায় খেলা।

প্রায় আধ ঘণ্টা পর বৃষ্টি থামলে খেলা শুরু হতেই, বাংলাদেশ হারায় আফিফ হোসেনের উইকেট। এরপর এক ওভারেই অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও শেখ মেহেদীর উইকেট তুলে নেন শেইফার্ড। তাতেই ২১ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ দিকে সোহানের ব্যাটে চড়ে দলীয় একশ পার করে টাইগাররা। ১ চার ও ২ ছয়ে ১৬ বলে ২৫ রানের ইনিংস খেলেন সোহান। সোহানের বিদায়ের পর ম্যাচে ফের হানা দেয় বৃষ্টি,।তাতেই পরিত্যক্ত ঘোষণা করা হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি। স্বাগতিকদের পক্ষে তিনটি উইকেট নেন রোমারিও শেইফার্ড। ওয়ালশের শিকার দুই উইকেট। 

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।