ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রস্তুতির ব্যাপারটা মাথা থেকে আসে: রিয়াদ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ জুলাই ২০২২ ২০:২৩

মাহমুদউল্লাহ রিয়াদ৷ ছবি সংগৃহীত মাহমুদউল্লাহ রিয়াদ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: উইন্ডিজে পূর্ণাঙ্গ সফরের টেস্ট সিরিজ শেষে ২ জুলাই (শনিবার) শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-উইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ৷ বৃষ্টির কারনে প্রথম ম্যাচের ভেন্যুতে ঠিকঠাক অনুশীলন করা হয়নি না টাইগার সদস্যদের৷ ম্যাচের আগে অনুশীলন না করলেও চিন্তিত নয় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ৷ রিয়াদের মতে প্রস্তুতির ব্যাপারটা মাথা থেকে থেকে আসে৷

 

টাইগার দলপতি বলেন, টি-টোয়েন্টির প্রস্তুতির ব্যাপারটা অধিকতর মানসিক। দলের খেলোয়াড়রা এ চ্যালেঞ্জে উৎরে যাবেন বলে আশাবাদী তিনি, ‘আমার মনে হয় প্রস্তুতির ব্যাপারটা মাথা থেকে থেকে আসে। এটাই আমি ফিল করি।

তিনি আরও যোগ করেন, ‘টি-টোয়েন্টিতে ম্যাচের মাঝে সময় অনেক কম। তাই আপনার কন্ডিশনের ব্যাপারে ভালো ধারণা থাকতে হবে। খেলাতেও সেটা প্রয়োগ করতে হবে। আমাদের লক্ষ্য থাকবে ইতিবাচক ও আক্রমণাত্মক। আর চ্যালেঞ্জগুলোকে উৎরে যাওয়ার চেষ্টা করা।’

সফরের শুরুতে লাল বলের ক্রিকেটে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ৷ গেল বিশ্বকাপ থেকে সংক্ষিপ্ত ফরম্যাটে ধুকতে থাকা দলটি প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিতে পারলে তা নিশ্চয়ই স্বস্তির৷ এদিকে গতকাল ফেরি পথে আটলান্টিক পাড়ি দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল অধিকাংশ ক্রিকেটার৷ বর্তমান তারা সুস্থ রয়েছেন৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।