ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ফেরি যাত্রায় আতঙ্কে অসুস্থ দুই ক্রিকেটার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ জুলাই ২০২২ ১৯:১৯

ফেরি যাত্রায় বাংলাদেশ দল৷ ছবি সংগৃহীত ফেরি যাত্রায় বাংলাদেশ দল৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: সেন্ট লুসিয়ায় টেস্ট শেষে বাংলাদেশ দলের পরবর্তী গন্তব্য ডোমিনিকায়৷ ভেন্যু পরিবর্তনে যাত্রা পথের সঙ্গী এবার ফেরি৷ অর্থ্যাৎ ফেরি করে আটলান্টিক পাড়ি দিয়ে যেতে হয়েছে টি-টোয়েন্টি ভেন্যুতে৷ যদিও আকাশ পথে যাওয়ার সুযোগ ছিল ক্রিকেটারদের৷ তবে স্বাগতিকদের এমন আয়োজন মেনে নিয়েছিল বাংলাদেশ ম্যানেজম্যান্ট৷ এ যাত্রায় বেঁধেছে বিপত্তি৷ আতঙ্কে অসুস্থ হয়েছেন শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহান৷ পরবর্তীতে দুজনে বমিও করেছেন৷

দলের বাকি সদস্য অসুস্থ না হলেও ছিলেন না স্বস্তিতে৷ সবার মনে কাজ করেছে ভয়৷ টিম ম্যানেজার থেকে দলীয় অধিনায়ক সকলেই ছিলেন আতঙ্কে৷ তবে মিলেছে স্বস্তির সংবাদ৷ বর্তমানে সুস্থ আছেন সকলে বলে একটি গণমাধ্যমকে জানিয়েছেন তাসকিন আহমেদ৷ 

সেন্ট লুসিয়ার ক্যাস্ট্রিস বন্দর থেকে ফেরি যাত্রা শুরু হয় সাকিবদের। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় (স্থানীয় সময় সকাল) তারা ডোমিনিকার উদ্দেশে যাত্রা শুরু করে। পৌঁছায় স্থানীয় সময় দুপুরে। এই ডোমিনিকাতেই হবে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি।

আজ রাতে বিশ্রাম করবে দল। এখানে একদিন অনুশীলনের সুযোগ পাবেন লাল সবুজের প্রতিনিধিরা। পরদিন (২ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবেন সফরকারীরা। পরদিন একই সময়ে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের শেষ ম্যাচ হবে গায়নায়।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।