ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

টি-টোয়েন্টিতে আমাদের অনেক বেশি রান করতে হবে না: সিডন্স

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২২ ২১:২১

জেমি সিডন্স৷ ছবি সংগৃহীত জেমি সিডন্স৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের সামর্থ্য কতটুকু তা আলাদা করে বিশ্লেষণের প্রয়োজন খুব একটা নেই৷ উইন্ডিজ সফরে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের পর শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই ম্যাচে বাংলাদেশের খুব বড় টার্গেট দেওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন ব্যাটিং কোচ জেমি সিডন্স৷

জেমি সিডন্স বলেন, আমাদের বোলিং বিভাগ খুব ভালো। আমার মনে হয় না, আমাদের অনেক বেশি রান করতে হবে। বোর্ডে একটা ভালো সংগ্রহ দাঁড় করাতে হবে। এজন্য সিঙ্গেল অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে পাওয়ার হিটিং অবশ্যই টি-টোয়েন্টি ম্যাচ জেতায়। যত বেশি বাউন্ডারি, তত বেশি ম্যাচ জেতা যায়। আমাদের পাওয়ার হিটিংয়ে মনোযোগ দিতে হবে, ভালো ক্রিকেট খেলতে হবে।’

জেমি সিডন্সের কথাতে স্পষ্ট বোলিং বিভাগের প্রতি তার আস্থা শতভাগ৷ ইনজুরি কাটিয়ে তাসকিনের যোগ দেওয়া নিশ্চয়ই স্বস্তির৷ এছাড়াও বাংলাদেশ দলে বিশেষজ্ঞ কোন হার্টহিটার নেই৷ সেই আক্ষেপ কাটাতে অনেকটা আশা মুনিম শাহরিয়ারকে নিয়ে৷ প্রত্যাশার চাপ কতটা পূরন করবেন মুনিম তা সময়ে বলবে৷

বিসিবির ভিডিওবার্তায় সিডন্স বলেছেন, ‘জাতি হিসেবে আমার মনে হয় না আমাদের খুব দীর্ঘকায় গড়নের খেলোয়াড় রয়েছে। যেমন জস বাটলার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিসদের মতো বড়সড় দৈহিক গড়ন আমাদের নেই... আমাদের অন্যভাবে উপায় খুঁজতে হবে। আমরা দৈহিক গড়নে অন্য দলগুলোকে পেছনে ফেলতে পারবো না।’

‘অনেক চার মারতে হবে... আপনি জানেন এটি (চার মারা) অনেকগুলো ছক্কা মারার মতোই। আমরা যদি অনেক চার মারতে পারি, অনেক সিঙ্গেল নিতে পারি... পাশাপাশি কিছু ছক্কা হাঁকালে আমরা বোর্ডে ভালো স্কোর দিতে পারবো। এরপর আমাদের বোলিং আক্রমণ বাকিটা সামলে নিতে পারবে। আমাদের পাহাড়সম রান করতে হবে না।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।