ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

ক্যারিবিয়ানে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন, সাকিব-তামিমের বার্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৬ জুন ২০২২ ০৫:৫৪

কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করেছে বাংলাদেশ দল। ছবি: বিসিবি কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করেছে বাংলাদেশ দল। ছবি: বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ বাংলাদেশের কোটি মানুষের স্বপ্ন বাস্তবে রুপ নিয়েছে। গৌরবের পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে শনিবার। মাওয়া প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানে থাকা সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘পদ্মার ঢেউ আজ মানুষের ঢেউয়ের কাছে হেরে গেল। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।’

পদ্মা সেতু নির্মাণের অসামান্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়া থেকে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন তারা।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সাকিব বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের পক্ষ থেকে। কারণ, আমার কাছে মনে হয় এটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সব থেকে বড় অবদান এবং এটা পুরো বাঙালি জাতির একটা স্বপ্ন ছিল যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কারণে সম্ভব হয়েছে। সে জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আশা করছি এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে তামিম স্মরণ করেছেন সেতুর নির্মাণ কাজে অংশ নেয়া শ্রমিকদের। তিনি বলেছেন, ‘আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা বিশাল বড় অর্জন। একটা সময় এমন ছিল যেসময় আমরা নিশ্চিত ছিলাম না যে পদ্মা সেতু হবে, কি হবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। ওনার ডেডিকেশনের কারণে, ওনার চেষ্টার কারণে আমরা সবাই পদ্মা সেতু পেয়েছি। সাথে অবশ্য এটাও বলবো, যারা এই প্রজেক্টের সাথে যুক্ত ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে কর্মীবাহিনী, যারা কাজ করেছেন। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই আপনারা যে জিনিসটি করেছেন এটা বাঙালি জাতি আজীবন মনে রাখবে। আমার এবং বাংলাদেশ ক্রিকেট টিমের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’

এর বাইরে ওয়েস্ট ইন্ডিজে অবস্থানরত বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা মিলে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করেছেন।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।