ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

কঠিন কন্ডিশনে আমরা কখনোই টিকতে পারিনি: সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৪ জুন ২০২২ ২১:৩৪

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাকিব। ছবি: বিসিবি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাকিব। ছবি: বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টেই বাংলাদেশের ব্যাটিং লাইন গুড়িয়ে দিয়েছেন স্পিনাররা। দুই প্রোটিয়া স্পিনার সিমন হার্মার, কেশভ মহারাজ ভুগিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। ঘরের মাঠে শ্রীলঙ্কার পেসাররা কাঁপিয়ে দেন টাইগারদের। কাসুন রাজিথা, আসিথা ফার্নান্দোর সামনে নাকাল মুমিনুল-শান্তরা। 

এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও ফাস্ট বোলাররাই আতঙ্ক হয়ে ধরা দিয়েছেন। কেমার রোচ-আলজারি জোসেফরাই মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, স্পিন বা পেস বোলিংয়ের চেয়ে কঠিন কন্ডিশনই বড় চ্যালেঞ্জ। তার মতে, কঠিন কন্ডিশনে কখনোই টিকে থাকতে পারে না বাংলাদেশের ক্রিকেটাররা। 

সেন্ট লুসিয়ায় বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘সর্বশেষ তিন টেস্ট যদি দেখেন, তাহলে বলতে পারেন (পেস আতঙ্ক)। তার আগের তিন টেস্ট দেখলে বলবেন স্পিন। সুতরাং কঠিন কন্ডিশনে আমরা কখনোই টিকতে পারিনি। এখানে একটা সুযোগ, চ্যালেঞ্জও। এখন এটাকে আমরা কীভাবে কাটিয়ে উঠতে পারি সেটা দেখতে হবে।’

সেন্ট লুসিয়ায় দুই দিন অনুশীলন করেছে বাংলাদেশ দল। উইকেট দেখার অভিজ্ঞতা জানিয়ে সাকিব বলেন, ‘প্রথমদিন অ্যান্টিগা টেস্টের চেয়ে ভালো উইকেট হবে, ব্যাটিংয়ের জন্য। পেস, বাউন্স একটু থাকবে। কিন্তু ওইরকম সাইডওয়েজ মুভমেন্ট থাকবে বলে মনে হয় না। তবে না খেলা পর্যন্ত বলা সম্ভব না উইকেট আসলে কেমন হবে। আমরা যখন খেলাটা শুরু করব, এর ১৫-২০ মিনিট পর হয়তো আমরা বুঝতে পারব উইকেটটা কেমন।’

তবে অ্যান্টিগার চেয়ে সেন্ট লুসিয়ায় বেশি রান উঠবে মনে করেন সাকিব। উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেয়ার তাগিদ দিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘এমন উইকেটে স্বাভাবিকভাবে রানটা বেশি হয়। খেলাটাও দ্রুত হয়। তাড়াতাড়ি রানের সম্ভাবনা থাকে। আড়াআড়ি ব্যাটের শটগুলো বেশি কাজে আসে। আমাদের পেস ও বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে হবে। আজকে একটা নেট সেশন আছে। আমার মনে হয় মানিয়ে নিতে পারব। আর আন্তর্জাতিক ক্রিকেটে এখন নিউজিল্যান্ড কিংবা অন্যান্য দেশে এ ধরনের উইকেটই থাকে। আমাদের খেলোয়াড়রা যেহেতু এই সব ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত, খুব একটা সমস্যা হওয়ার কথা না।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।