ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রস্তুতিতে সন্তুষ্ট বাংলাদেশ দল

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৪ জুন ২০২২ ০২:৫৩

এবাদত হোসেন৷ ছবি সংগৃহীত এবাদত হোসেন৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন দিনের প্রস্তুতি ম্যাচের পর্ব শেষ হয়েছে বাংলাদেশ দলের। অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচটা অনুমিত ভাবেই ড্র হয়েছে।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহানরা কিছুটা রান পেয়েছেন। বোলিংয়ে এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান উইকেট পেয়েছেন।


সবমিলিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটা ভালো হয়েছে দাবি বাংলাদেশের পেসার এবাদত হোসেনের। সার্বিকভাবে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট টাইগাররা।
প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স নিয়ে এবাদত বলেছেন, ‘আমরা তিন দিনের একটা অনুশীলন ম্যাচ খেললাম। এটা শেষ হলো।

প্রস্তুতি হিসেবে আলহামদুলিল্লাহ সবার ভালোই প্রস্তুতি হয়েছে। আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে। তামিম ভাই দেড়শ (১৬২*) রান করেছে এবং শান্ত পঞ্চাশ (৫৪) রান করেছে। এবং আমাদের ব্যাটিং অর্ডারের সবাই ভালো ব্যাটিং করেছে।’


বোলিংয়ে ম্যাচের দ্বিতীয় দিনে ৩ উইকেট নিয়েছিলেন এবাদত। শেষ দিনে মুস্তাফিজও ৩ উইকেট পান। বোলিং সম্পর্কে এবাদত বলেন, ‘বোলিংয়ের দিক থেকে আমরা সবাই ভালো বোলিং করেছি, ভালো শুরু হয়েছে। মুস্তাফিজ যোগ দিয়েছে, প্রথম ওভারে দুই উইকেট।

ফাইনালি পাঁচ (৬) ওভারে তিন উইকেট পেয়েছে। তো প্রস্তুতি হিসেবে এই তিন দিনের ম্যাচটা আমরা খুব উপভোর করেছি।’
আগামী ১৬ জুন অ্যান্টিগায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।