ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কেমন হলো অ্যান্টিগায় বাংলাদেশের প্রস্তুতি

নট আউট স্টাফ
প্রকাশিত: ১৩ জুন ২০২২ ১৭:০৫

বাংলাদেশের উইন্ডিজ সফর৷ ছবি সংগৃহীত বাংলাদেশের উইন্ডিজ সফর৷ ছবি সংগৃহীত

নট আউট স্টাফ: বাংলাদেশ-উইন্ডিজ দশতম টেস্ট সিরিজের মূল লড়াই শুরুর আগে অ্যান্টিগায় ক্রিকেট উইন্ডিজ প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে সফরকারী বাংলাদেশ৷ ব্যাট-বলে টাইগারদের প্রস্তুতি কেমন হলো তা দেখা যাক এক সমীক্ষায়৷

১১ জুন শুরু হওয়া প্রস্তুতি ম্যাচে তামিম ইকবালের ১৬২ রানের অপরাজিত ইনিংসে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩১০ রান৷ ইনিংস ঘোষণার আগে টাইগাররা হারিয়েছিল ৭ উইকেট৷ নাজমুল হোসেন শান্ত অর্ধশতক করলেও বাকিরা ছিল যাওয়া আসার মিছিলে৷ রানের খাতা খুলতে পারেনি তরুণ জয় ও অভিজ্ঞ মুমিনুল হক৷ সাকিবের না থাকায় প্রস্তুতি ম্যাচে নেতৃত্ব দেওয়া লিটন দাসও আউট হয়েছিলেন দ্রুত৷ ঠিকঠাক ভাবে ঝালিয়ে নিতে পারেনি নিজের প্রস্তুতি৷  ভালো শুরু করলেও রিটায়ার্ট হয়ে মাঠ ছেড়েছিল ইয়াসির রাব্বি৷ ব্যাটে মাঝারি পুঁজি পেয়েছিল নুরুল হাসান সোহান৷

অ্যান্টিগায় তামিমের নান্দনিক ব্যাটিংয়ের পর অনেকেই মুস্তাফিজুরের বোলিং দেখার জন্য অপেক্ষা করলেও দ্বিতীয় দিনে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সাথে বিশেষ ক্লাস করেছিলেন কাটার মাস্টার৷ যার কারনে মাঠে নামেননি, করেননি কোন বল৷ এদিনে খালেদের ৩ উইকেটের সাথে রেজাউর রহমান রাজা নিয়েছিলেন এক উইকেট৷

প্রস্তুতি ম্যাচের শেষ দিনে ১৬ মাস পর লাল বলে খেলতে নেমেই সাফল্য পেয়েছেন মুস্তাফিজ৷ বাম হাতের বিশেষ জাদুতে পেয়েছেন ৩ উইকেট৷ দ্বিতীয় দিনে উইকেট শূন্য থাকা খালেদ অবশ্য শেষ দিনে প্রাপ্তিতে যোগ করেছেন এক উইকেট৷

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশ ৩৫৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করলে আরেকবার ব্যাটিংয়ে নামে বাংলাদেশ৷ পজিশন বদলে ওপেনিংয়ে খেলা মুমিনুল খুঁজে পায়নি ছন্দ৷ আউট হয়েছে মাত্র ৪ রানে৷ তিনে নামা মিরাজ অবশ্য রান পেয়েছেন ব্যাটে৷ ৩২ রানে ছিলেন অপরাজিত৷ ওপেনার জয় করেছেন ৯ রান৷ বাংলাদেশ দল ১ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৪৭ রান তুললে দুই দলের অধিনায়ক ড্র মেনে নিয়ে খেলা শেষ করেন।

অ্যান্টিগার প্রস্তুতি তামিম, মুস্তাফিজদের কল্যাণে খুব একটা খারাপ হয়নি তা বলা যায়৷ ১৬ তারিখ একই মাঠে প্রথম টেস্ট খেলার আগে এই প্রস্ততি নিশ্চই স্বস্তি দিবে সাকিব বাহিনীকে৷


বাংলাদেশ (প্রথম ইনিংস): ৩১০/৭ ডিক্লে (৯৭ ওভার) ( জয় ০, তামিম ১৬২*, শান্ত ৫৪, মুমিনুল ০, লিটন ৪, ইয়াসির ১১, মেহেদী ৭, মোসাদ্দেক ১৯, সোহান ৩৫; লুইস ২/৪৭)

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশ: ৩৫৯/৮ ডিক্লে (১০৮ ওভার) (চন্দরপল ৫৯, সোলজানো ৯২, কারিয়াহ ৫২, ম্যাকসুইন ৫২*; এবাদত ৩/৭৬, রাজা ১/৫০, খালেদ ১/৪৬, মুস্তাফিজ ৩/৩৪)

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস): ৪৭/১ জয় ৩*, মুমিনুল ৪, মিরাজ ৩২*)

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।