ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রস্তুতি ম্যাচ: তামিমের সেঞ্চুরির পর এবাদতের ৩ উইকেট

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১২ জুন ২০২২ ২০:২৮

এবাদত হোসেন। ফাইল ছবি এবাদত হোসেন। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। ব্যাটে, বলে প্রস্তুতি আহামরি হয়নি। তবে ব্যাটিংয়ে তামিম ইকবাল সেঞ্চুরি করেছেন, রান পেয়েছেন নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান। 

কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে বোলিংয়ে ক্লান্তিকর সময়ই কেটেছে দ্বিতীয় দিনে। তারপরও অ্যান্টিগায় বোলিংয়ে টাইগারদের কিছুটা স্বস্তি এনে দিয়েছেন এবাদত হোসেন। ডানহাতি এ পেসার নিয়েছেন ৩ উইকেট। শনিবার রাতে (বাংলাদেশ সময়) প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশ ৬৬ ওভার বোলিং করেছে। উইকেট পেয়েছে ৪টি। 

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) প্রেসিডেন্টস একাদশ প্রথম ইনিংসে ৪ উইকেটে ২০১ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। সলোজানো ৮৩, ক্যারিয়াহ ২১ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে এবাদত ৫১ রানে ৩ উইকেট নেন তিনি। রেজাউর রহমান রাজা ৪৭ রানে ১ উইকেট পান।

শনিবার ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৭ উইকেটে ৩১০ রান তুলে। পরে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা দারুণ শুরু পেয়েছিল ওপেনারদের কল্যাণে। ত্যাগনারায়ন চন্দরপল ও সলোজানোর ওপেনিং জুটিই তুলেছে ১০৯ রান। বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন রেজাউর রহমান রাজা। চন্দরপল ৫৯ রান করে বোল্ড হন তিনি। 

দ্বিতীয় উইকেট জুটিতে ইমলাক ও সলোজানো ৪৬ রান যোগ করে। তারপরই ইনিংসের ৪৭তম ওভারে জোড়া আঘাত হানেন এবাদত। ওভারের দ্বিতীয় বলে ইমলাককে ও তৃতীয় বলে আথানাজেকেও এলবিডব্লিউর শিকার বানান এবাদত। পরপর দুই বলে দুই উইকেট নেন তিনি। হ্যাটট্রিক না হলেও এবাদতের বোলিংয়ে ক্যারিবিয়ানদের দাপটে লাগাম টানতে পেরেছিল বাংলাদেশ।

ইমলাক ২৭ রান করেন। দুই ওভার পরই রোস্টন চেইজকে লিটন দাসের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান এবাদত। রোস্টন চেইজ ৬ রান করেন।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।