ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সাকিব বুদ্ধিমান, মুমিনুলের সাহসী সিদ্ধান্ত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ জুন ২০২২ ২২:৩২

মুুমিনুল ও সাকিব। ছবি সংগৃহীত মুুমিনুল ও সাকিব। ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্টঃ মুমিনুল হকের জায়গায় বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কত্ব দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। বিশ্বসেরা এ অলরাউন্ডার সাদা পোশাকের নেতৃত্বে আসায় খুশি টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার হাত ধরে টেস্ট দল এগিয়ে যাবে বিসিবির এ পরিচালকের বিশ্বাস। ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই সাকিবের নতুন যাত্রা শুরু হচ্ছে। একইসঙ্গে মুমিনুলের সরে দাঁড়ানোকে সাহসী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন তিনি।


নিজের বাসায় সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনায় সাকিবের অধিনায়কত্ব নিয়ে সুজন বলেছেন, ‘সাকিব খুবই বুদ্ধিমান। যদি জিজ্ঞেস করেন বাংলাদেশে কার ক্রিকেট জ্ঞান সবচেয়ে ভালো, আমি অবশ্যই বলবো তাদের একজন সাকিব। সাকিবের চিন্তা ধারা ভিন্ন। ও তো দেশ সেরা অলরাউন্ডার না, বিশ্ব সেরা অলরাউন্ডার। সে চাইবে দলের জন্য সেরাটা করতে।’


সাকিবকে সময় দিতে হবে দলটাকে গড়ে তুলতে। সুজন বলেন, ‘আমি এটাও বলি যে সাকিবের জন্য বড় ব্যাপার, সাকিব অধিনায়ক হওয়াতে আমাদের একটা পরিবর্তন (টেস্ট ক্রিকেটে) আসলেও আসতে পারে। সামনে থেকে নেতৃত্ব দেওয়া বলতে একটা কথা আছে, জ্ঞানী অধিনায়ক, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারা, দুইটা টেস্ট ম্যাচে তো আসলে বোঝা যাবে না, সময় দিতে হবে। আমরা আমাদের সেরা দলটা চাই, যখন সেরা দলটা খেলবে তখন অবশ্যই আমরা শক্তিশালী দল।’


দলের চিন্তা করতে গিয়ে ব্যাটিংয়ে সমস্যা হয়েছে মুমিনুলের এমনটাই মনে করেন সুজন। সাবেক এ অধিনায়ক বলেন, ‘মুমিনুলের জন্য দুঃখ অনুভব করছি, সে দারুণ অধিনায়ক। হয়তো সফল হয়নি, হয়তো চাপটা তার মধ্যে তৈরি হয়েছিল। এ দিক থেকে আমি খুশি যে সে সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছে অধিনায়কত্ব ছেড়ে নিজের ব্যাটিংয়ের প্রতি ফোকাস করতে চাচ্ছে। আমি মনে করি মুমিনুলের জন্য এটা দারুণ কাজে দিবে।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।