ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

নেতৃত্বে মুমিনুল খারাপ নয়, দল নিয়ে ভাবনা ছিল প্রচুর

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ জুন ২০২২ ১৮:৪৭

মুমিনুল হক৷ ছবি সংগৃহীত মুমিনুল হক৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: ২০১৯ সালে যার পরিবর্তে দায়িত্ব পেয়েছিলেন মুমিনুল হক ঠিক তিন বছর পর তার কাঁধেই দায়িত্ব৷ নিজের ব্যাটিং ছন্দ খুঁজে পেতে অধিনায়কত্বকে বিদায় বলা মুমিনুল নেতৃত্বে খারাপ ছিল না বরং দলের উন্নতি কি ভাবে করা যায় তা নিয়ে সবসময় ভাবতো বলে মন্তব্য করেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন৷

উইন্ডিজে টেস্ট সফরের উদ্দ্যেশে দেশ ছাড়ার আগে গতকাল গণমাধ্যমে কথা বলার সময় মুমিনুল প্রসঙ্গে সুজন বলেন, মুমিনুলের চাপ কেটে গেছে৷ আশা করি ব্যাটিংয়ে ভালো করবে৷ নিজেকে ফিরে পাবে পুরনো রূপে৷

সুজনের ধারনা, ব্যাটিং নিয়ে অধিনায়ক হিসেবে দল নিয়ে বেশি চিন্তা করে করেই নিজের ব্যাটিংয়ের ক্ষতি করেছে মুমিনুল। টাইগার টিম ডিরেক্টরের মূল্যায়ন, অধিনায়ক হিসেবে তার সাফল্য কী? তাকে অধিনায়ক হিসেবে কে কিভাবে মূল্যায়ন করেন, ‘আমি তা জানি না। তবে আমি যেহেতু তাকে খুব কাছ থেকে দেখেছি, তা দেখে মনে হয়েছে মুমিনুল অধিনায়ক হিসেবে মন্দ না এবং সবচেয়ে বড় কথা টেস্ট দলকে নিয়ে তার চিন্তা ছিল প্রচুর। বাংলাদেশ টেস্ট দলকে নিয়ে সে ভাবতো। কী করে দলটির উন্নতি হয়, কিভাবে টেস্ট দল হিসেবে প্রতিষ্ঠিত হয়, সে চিন্তা তার মাথায় ছিল।’

সুজন যোগ করেন; আমার মনে হয় টেস্ট দল নিয়ে একটু বেশিই চিন্তা করতো মুমিনুল। অধিনায়ক হিসেবে দল নিয়ে বেশি ভাবনা থেকেই তার মধ্যে এক রকম বাড়তি চাপ তৈরি হয়েছে এবং আমার ধারনা সেই চাপটাই তার ব্যাটিংকে ক্ষতিগ্রস্ত করেছে। অধিনায়কত্বর চাপে ব্যাটার মুমিনুলের ব্যাটিং হয়েছে ক্ষতিগ্রস্ত। আধিনায়কত্ব ছেড়ে দেয়ায় এবার ওয়েস্ট ইন্ডিজে তার সেই ক্যাপ্টেন্সির চাপটা থাকবে না।'

`আমি তাই আশাবাদী, আমরা ব্যাটার মুমিনুলের কাছ থেকে বেটার পারফরমেন্স পাব। আমি সব সময়ই বলি মুমিনুল ছন্দে থাকলে ভাল খেললে আমাদের দলের জন্য খুব ভাল হয়। কারণ, সে বেশিরভাগ সময়ই লম্বা ইনিংস খেলে। তাতে আমাদের উপকার হতো। কাজেই সে ফর্মে ফিরলে আমাদের দল উপকৃত হবে। কোচিং স্টাফদের সাথে প্রায় সারা বছর নেটে টাইগারদের দেখেন।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।