ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

অ্যান্টিগায় ফুরফুরে মেজাজে মুমিনুলরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ জুন ২০২২ ০৮:২৬

ফুরফুরে মেজাজে মুমিনুল হক৷ ছবি সংগৃহীত ফুরফুরে মেজাজে মুমিনুল হক৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: প্রায় ৪ বছর পর আবারও উইন্ডিজ সফরে বাংলাদেশ ক্রিকেট দল৷ চলতি মাসের ১৬ তারিখে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজকে সামনে রেখে ইতমধ্যে দেশে ছেড়েছেন স্কোয়াডে থাকা প্রায় সকলেই৷ মাঠে বাইশ গজে লড়াই শুরুর আগে প্রকৃতির সৌন্দর্য্য প্রাণখুলেই উপভোগ করছেন মুমিনুল হক৷ যে স্বপ্নে দায়িত্বে ছেড়েছেন সাদা পোষাকে৷ সে স্বপ্ন পূরণে চেষ্ঠা নিশ্চই থাকবে সর্বোচ্চ৷

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি নাজমুল হোসেন শান্তকে নিয়ে ভিন্ন খেলায় মেতে ওঠেন টাইগারদের সাবেক নেতা৷

মঙ্গলবার অ্যান্টিগা থেকে এক ভিডিও বার্তায় দলের তরুণ পেসার রেজাউর রহমান রাজা বলেন, ‘লম্বা জার্নি করে আসার পর ক্লান্তি লাগছিল, ঘুম আসছিল। আমরা চেষ্টা করেছি রাতে ঘুমানোর। সারারাত ঘুমিয়ে সকালে আমরা বিচে রানিং করলাম। পরে দিনে বিশ্রাম করে বিকেলে বিচে ঘুরলাম। পরের দিনও একই, আমরা রাতে ঘুমানোর চেষ্টা করলাম, সকালে রানিং করেছি।’


সঙ্গে যোগ করে রাজা, ‘আজকে বিকেলে একটু জিম সেশন করেছি, এখন বিচে নামব। এভাবেই যাচ্ছে, চেষ্টা করছি আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার।’

 

সফর তিন ফরম্যাটের হলেও আগে শুরু হবে পাঁচ দিনের ফরম্যাটের সিরিজ। এজন্য টেস্ট টিমের ক্রিকেটাররা আগে যাচ্ছেন উইন্ডিজে। তবে একই বিমানে টিকিট না পাওয়ায় সবাই একসঙ্গে যেতে পারেননি। সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হক, পেসার এবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনরা দীর্ঘ ভ্রমণ ক্লান্তি কাটাতে ভলিবল আর বিভিন্ন মজাদার খেলায় আর সমুদ্র দর্শনে সময় পার করছেন।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।