ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

খরচ বাঁচাতে বিসিবির নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩ জুন ২০২২ ০৯:৩৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ ছবি সংগৃহীত বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিকভাবে খরচ বাড়ছে সবকিছু। তাতে দেশের বাইরে যেতে আগের তুলনায় সবাইকে বেশি টাকা খরচ করতে হচ্ছে। ৩-৪ লাখ টাকার টিকিটের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০-১১ লাখ টাকা।


এমন অবস্থায় নিজেদের খরচ কমাতে এবার বিদেশ সফরের সদস্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বিসিবির সভা শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নাজমুল হাসান পাপন।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘আমরা দেখছি খরচ অসম্ভব হারে বেড়ে গেছে। দেশের কথা বলছি না। অনেক কিছুরই খরচ বেড়ে গেছে। উদাহরণস্বরুপ আগে যে টিকিট ভাড়া ছিল ৩-৪ লাখ, সেটি এখন হয়ে যাচ্ছে ১০-১১ লাখ। হোটেল ভাড়া যেটা ছিল বড়জোর ২৫০ ডলার। সেটি এখন কমপক্ষে ৪০০-৫০০ ডলার করে লাগছে।’


‘এতো বেশি করে দেওয়ার পরেও পাওয়া যাচ্ছে না। তো খরচ একটা বড় ইস্যু। সেজন্য আজকের সভায় আমরা বলেছি এই খরচ কমিয়ে আনতে হবে। এতোদিন আমরা যেভাবে (বিদেশ সফরে) পাঠিয়েছি, বিশেষ করে কোভিড পরিস্থিতিতে সতর্কতা স্বরুপ অনেক বাড়তি খেলোয়াড়-স্টাফ পাঠিয়েছি।’

সামগ্রিকভাবে খরচ কমাতে বোর্ডের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের বাজেট কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন পাপন। খরচ কমানোর বিষয়টি ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই শুরু করতে চায় বিসিবি। তাতে কমতে পারে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা ক্রিকেটারের সংখ্যাও। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বোর্ড সভাপতি।

পাপন বলেন, ‘এখন আর সেই পরিস্থিতি নেই। এছাড়া যেহেতু এখন বাইরে জিনিসপত্রের দাম সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না, সেজন্য বোর্ডকে সামগ্রিকভাবে বলা হয়েছে প্রত্যেকটা বাজেট কমিয়ে আনতে হবে।’

‘ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই শুরু। এখানেও যাদেরকে না পাঠালেও চলে... এরকম কিছু হয়তো বাদ যাবে। তার মানে আমাদের ঘোষিত স্কোয়াডে খেলোয়াড় সংখ্যা কমতেও পারে। তবে এটি চূড়ান্ত নয়।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।