ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

শুক্রবার উড়াল দিচ্ছে টেস্ট দল

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৩ জুন ২০২২ ০৬:৫১

শুক্রবার সন্ধ্যা পৌনে ৮টায় কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে টেস্ট দলের ক্রিকেটারদের একাংশ বিমানে চড়বেন। ফাইল ছবি শুক্রবার সন্ধ্যা পৌনে ৮টায় কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে টেস্ট দলের ক্রিকেটারদের একাংশ বিমানে চড়বেন। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ নতুন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান, তার ডেপুটি লিটন দাস। টেস্টে সাকিব-লিটনের নেতৃত্বের জুটি নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ দল। এবার ক্যারিবিয়ানে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা।

সফরের শুরুতেই অনুষ্ঠিত হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই টেস্টের সিরিজ। অ্যান্টিগায় প্রথম টেস্ট ১৬ জুন এবং সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুন। 

তাই বাংলাদেশের টেস্ট দলই আগে ক্যারিবিয়ানের উদ্দেশ্যে উড়াল দিচ্ছে। দুই গ্রুপে ভাগ হয়ে টেস্ট দলের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন। 

আগামীকাল শুক্রবার প্রথম গ্রুপের ক্রিকেটাররা দেশ ছাড়বেন। বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা পৌনে ৮টায় কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে টেস্ট দলের ক্রিকেটারদের একাংশ বিমানে চড়বেন। আগামী ৬ জুন ক্রিকেটারদের দ্বিতীয় গ্রুপ যাবে ওয়েস্ট ইন্ডিজ। সময় ও ফ্লাইট একই থাকছে।

এরপর ওয়ানডে ও টি-২০ দলের ক্রিকেটাররা আগামী ২২ জুন দেশ ছাড়বেন। তাদের ফ্লাইটও রাত পৌনে ৮টায়।

দুই টেস্টের পর উইন্ডিজদের বিরুদ্ধে তিনটি করে টি-২০ ও ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজটি ওডিআই সুপার লিগের অংশ নয়। আগামী ২ ও ৩ জুলাই সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-২০ অনুষ্ঠিত হবে ডমিনিকায়। তারপর গায়ানায় সিরিজের তৃতীয় টি-২০ খেলবে দুই দল। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পুরোটাই অনুষ্ঠিত হবে গায়ানায়।

সর্বশেষ ২০১৮ সালে উইন্ডিজ সফরে দুই টেস্টে হারলেও মাশরাফির নেতৃত্বে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। পরে সাকিবের অধিনায়ক টি-২০ সিরিজও জিতেছিল টাইগাররা।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।