ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কোচ হয়ে বাংলাদেশে আসছেন স্টুয়ার্ট ল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ জুন ২০২২ ০৬:১৭

সাকিবদের সাবেক কোচ এবার যুব টাইগারদের কোচ হিসেবে কাজ করবেন। ফাইল ছবি সাকিবদের সাবেক কোচ এবার যুব টাইগারদের কোচ হিসেবে কাজ করবেন। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ চার বছরেরও দীর্ঘসময় বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব থাকা নাবিদ নেওয়াজের বিদায়ের পর, এতোদিন হেড কোচের পদটা শূন্যই পড়েছিল। এবার সেই শূন্য পদের দায়িত্ব নিতেই বাংলাদেশে আসছেন সাবেক টাইগার হেড কোচ স্টুয়ার্ট ল। দায়িত্ব নিবেন যুবা টাইগারদের। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সব ঠিক থাকলে দুই বছরের চুক্তিতে আগামী মাসেই (জুলাই) বাংলাদেশে পা রাখবেন ‘ল’। এর আগে ২০১১ সাল থেকে ২০১২ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এই অস্ট্রেলিয়ানের অধিনেই ২০১২ এশিয়া কাপের ফাইনাল খেলেছিল সাকিব-তামিমরা।

ক্রিকবাজকে স্টুয়ার্ট ল'য়ের কোচ হয়ে আসার বিষয়টি নিশ্চিত করে সুজন বলেন, ‘আমরা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে স্টুয়ার্ট ল'কে নিয়োগ দিতে যাচ্ছি। চুক্তি হচ্ছে দুই বছরের জন্য।’

এদিকে ভারতের সাবেক ব্যাটসম্যান ওয়াসিম জাফরকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সাথে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের পাশাপাশি হাই পারফরম্যান্স বিভাগের সঙ্গেও কাজ করবেন তিনি। এর আগে ২০১৯ সালে বিসিবি একাডেমিতে ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করেছেন সাবেক এই ভারতীয় তারকা।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।