ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

চাকরির মেয়াদ বাড়লো নান্নু-বাশারের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ জুন ২০২২ ০৩:৩৪

নির্বাচক প্যানেল৷ ছবি সংগৃহীত নির্বাচক প্যানেল৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৩ সাল পর্যন্ত দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। তার সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে নির্বাচক হাবিবুল বাশারের।

জাতীয় দলের তিন নির্বাচকের মধ্যে সিনিয়র নান্নু ও বাশারের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত বছর। চলতি বছর সিরিজ ধরে ধরে অতিরিক্ত দায়িত্ব চালিয়ে যাচ্ছিলেন তারা। প্রধান নির্বাচক নান্নুকে মধ্যে প্যানেল থেকে সরিয়ে দেওয়ার কথাও উঠেছিল। তবে নিউজিল্যান্ডে টেস্ট জয়, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জেতায় মেয়াদ বাড়লো তার।

তাদের দায়িত্ব দেওয়ার বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সভাপতি পাপন বলেন, ‘সভায় নান্নু-বাশারের বিকল্প নাম চাওয়া হয়েছিল। কিন্তু কেউ কোন নাম প্রস্তাব করেনি, তেমন কাউকে পায়নি। সেজন্য তাদের ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপর বিষয়টি আবার ভাবা হবে।’

বৃহস্পতিবার বোর্ড সভা ছিল বিসিবির। ওই সভায় নান্নু-বাশারের চুক্তি নবায়ন করার পাশাপাশি টেস্ট অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। টেস্ট অধিনায়ক হিসেবে তৃতীয়বারের মতো দায়িত্ব নিলেন সাকিব আল হাসান। তার ডেপুটি করা হয়েছে লিটন দাসকে। এছাড়া বিসিবির বোর্ড সভায় বার্ষিক সাধারণ সভা (এজিএম), ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, দলের ম্যানেজারকে স্থায়ী করার আলাপ হয়েছে।

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।