ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

মুমিনুলের সিদ্ধান্তকে সুজনের সম্মান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জুন ২০২২ ০৬:৩২

রানে ফিরতে নেতৃত্ব ছেড়েছেন মুমিনুল৷ ছবি ক্রিকইনফো রানে ফিরতে নেতৃত্ব ছেড়েছেন মুমিনুল৷ ছবি ক্রিকইনফো

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ইতি ঘটেছে অধিনায়ক মুমিনুল অধ্যায়ের৷ মুশফিকের পরে সেরা অধিনায়কের বিচারে যৌথ অবস্থানে সাকিবের পাশে মুমিনুলের অবস্থান৷ কিন্তু ২০১৯ সালে ছন্নছাড়া দলটির দায়িত্ব নিয়ে নিজের ছন্দ হারিয়েছেন সময়ের ব্যাবধানে৷ ক্যারিয়ারের শুরুতে আকাশ চুম্বী গড় এখন শুধুই স্মৃতি৷ মুমিনুলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন করছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন৷ সাথে জানাতে চান সম্মান৷

বুধবার হোম অফ ক্রিকেটে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন কথাই বলেছেন ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর নায়ক সুজন৷

মুমিনুলের সিদ্ধান্ত কিভাবে দেখছেন এমন প্রশ্নের উত্তরে সুজন বলেন, আমি খুব কাছে থেকে মুমিনুলকে দেখেছি৷ সে খুবই সিনসিয়ার ছেলে৷ সে চেষ্ঠা করেছে নিজের সর্বোচ্চ দিয়ে৷ দূর্ভাগ্যবশত হয়ে ওঠেনি৷ দল যদি ভালো করতে না পারে তাহলে অধিনায়ক হিসেবে নিজের ছন্দে থাকা আরও কঠিন৷ আমরা টেস্ট ক্রিকেটে পিছিয়ে৷ সে রানে ফিরবে এটা সকলের চাওয়া৷ সে চাপমুক্ত হয়ে দেশের হয়ে খেলতে চায়৷ ওর একটা ব্যক্তি স্বাধীনতা রয়েছে। সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা ওর অবশ্যই আছে। এমন সিদ্ধান্তকে আমি সম্মান জানাই৷

মুমিনুল হক বড় স্বপ্ন দেখিয়েছেন সাদা পোষাকে৷ একজন টেস্ট বিশেষজ্ঞ খেলোয়াড় হিসেবে কুড়িয়েছিলেন সম্মান৷ তরুণ বয়সেই ব্যাট হাতে করেছেন শাসন৷ বর্তমানে নিজেকে হারিয়ে খোঁজা মুমিনুলকে ইতিবাচক ভাবে দেখতে সকলের প্রতি অনুরোধ করেন সুজন৷

মুমিনুলের ফর্ম নিয়ে সুজন বলেন, সে অভিজ্ঞদের একজন৷ ক্যারিয়ারের শুরুতেই সে তার সামর্থ্য প্রমাণ করেছে৷ সে চাপমুক্ত হয়ে খেলতে চায়৷ বর্তমানে সে অনেকটা চাপমুক্ত৷ আশা করি আগামী সিরিজে রানে ফিরবে সে৷



উইন্ডিজ সিরিজ পর্যন্ত মুমিনুলকে রাখা হবে কি না এমন প্রশ্নে সুজন বলেন, কাল বোর্ড মিটিংয়ে সবকিছুর সিদ্ধান্ত হবে৷ আমার মনে হয়না মুমিনুলরে রাখা ঠিক হবে৷ কারন ওর মাইন্ড সেটআপ নেই৷ তাকে দায়িত্ব দিলে তা এক প্রকার জোড় করা হবে৷

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।