ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সুযোগের চূড়ান্ত পর্যায়, ব্যর্থতায় শেষ পেরেক উইন্ডিজে!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মে ২০২২ ০৮:৩৪

টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল হক৷ ছবি সংগৃহীত টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল হক৷ ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: টেস্ট ক্রিকেটে মলিন বাংলাদেশ, ধুকতে থাকা পুরো দলের নতুন ভরসা মুমিনুল হক৷ ২০১৩ সালে জাতীয় দলের হয়ে শ্রীলংকার মাটিতে অভিষেক৷ শুরুর ইনিংসে অর্ধশতক৷ এরপর নতুন স্বপ্ন, বড় আশা, প্রাপ্তির খাতাতেও সফলতা সকলের চেয়ে বেশি৷ গড়, শতকের হিসেবে সবাইকে ছাড়িয়ে ছোট কাঁধে বড় দায়িত্ব৷ এরপর হারিয়ে নিজেকে খুজে পাওয়ার সংগ্রাম৷ নেতৃত্বে ব্যর্থ, ব্যাটিংয়ে ছন্নছাড়া৷ বিকল্প না থাকায় টিকে থাকলেও আলোচনায় অধিনায়কত্ব৷

টেস্ট ক্যারিয়ারে ৫৩ ম্যাচে রান সংখ্যা ৩৫২৫৷ ১১ শতকের বিপরীতে অর্ধশতক ১৫৷ তবে সফলতার অধিকাংশটুকু এসেছে পরের অধীনে খেলে অর্থ্যাৎ অধিনায়ক হওয়ার আগেই৷ অধিনায়ক হিসেবে ১৭ ম্যাচে জয় সংখ্যা মোটে ৩৷ পরাজয়ের সংখ্যা ১২ পাশাপাশি ড্র হয়েছে দুই ম্যাচে৷

সর্বশেষ দুই সিরিজে লজ্জার রেকর্ড গড়েছে টিম বাংলাদেশ৷ দক্ষিণ আফ্রিকায় অল্প রানে গুটিয়ে, ঘরের মাঠে শূণ্য রানে আউটের হিসেবে৷ ব্যাট হাতে টানা ব্যর্থতায় অধিনায়ক মুমিনুল যদিও চিন্তিত নন বটে, এতদিন সেই চিন্তায় ছিলেন না ম্যানেজম্যান্ট৷ তবে ঘরের মাঠে সিরিজ পরাজয় এনেছে চিন্তা৷ নতুন পরিকল্পনায় বিসিবির কর্তারা৷

মুমিনুলের অধিনায়ক প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেছেন বিসিবি প্রধান ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন৷ দুজনের ভাষ্যতে পরিস্কার নতুন পরিকল্পনায় যাচ্ছে বোর্ড৷ তবে সিদ্ধান্ত চায় মুমিনুলের কাছ থেকেই৷

উইন্ডিজ সফরের টেস্ট দলের সংযোজন-বিয়োজনে বড় আলোচনা অধিনায়কত্ব৷ অনেকের মধ্যে একজন বাংলাদেশ ক্রিকেটে পরিচিত মুখ নাজমুল আবেদিন ফাহিমের মতে অধিনায়কত্ব দেওয়া উচিত সাকিব আল হাসানকে৷ সেই পথে দ্রুত হাটবে নাকি আরেকটু আস্থা রাখবে বোর্ড তার উত্তর মিলবে ভবিষ্যতে৷ তবে এবারের যাত্রায় থাকলেও উইন্ডিজ সফরে ব্যর্থ হলে মুমিনুলের নেতৃত্ব থাকা অনেকটাই নিশ্চিত৷ কারন টিম ডিরেক্টরের ভাষ্যতে নেতৃত্বের চেয়ে মুমিনুলের ব্যাটিং গুরুত্বপূর্ণ৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।