ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ডমিঙ্গোর স্বীকারোক্তি, চাপে আছেন মুমিনুল

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৮ মে ২০২২ ০৬:৩০

চাপ সামলিয়ে ফিরবেন বাংলার কাপ্তান৷ ছবি সংগৃহীত চাপ সামলিয়ে ফিরবেন বাংলার কাপ্তান৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: নিজের ব্যাটে রান নেই। দলটা রেজাল্ট পাচ্ছে না। বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক এখন প্রবল চাপে আছেন। সঙ্গত কারণেই ব্যাটের রান খরায় মুমিনুলের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে। অনেকের মতে, নেতৃত্বের চাপেই রান হারিয়ে গেছে তার ব্যাটে।


বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো স্বীকার করেছেন, আসলেই চাপে আছেন মুমিনুল। তবে অধিনায়কের পাশে থাকতে চান তিনি। এবং সাহস যুগিয়ে তাকে রানে ফেরাতে চেষ্টা করবেন ডমিঙ্গো।


শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুমিনুলকে নিয়ে এই প্রোটিয়া কোচ বলেছেন, ‘কোনো সন্দেহ নেই যে, সে চাপ অনুভব করছে। প্রত্যাশার ভার সে টের পাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশে, যেখানে শুধু গত ২-৩ বছর নয়, ১০-১৫ বছর ধরে এ ফরম্যাটে দল ভারো করছে না। তাই অধিনায়ক সবসময়ই আতশি কাঁচের নিচে থাকে। কেউ যত কঠিন মানসিকতা ও সাহসীই হোক না, এসব চাপ তাকে দুর্বল করে ফেলে সময়ের সঙ্গে।’

গত চার টেস্টে মুমিনুল দুঅঙ্কের ঘর পার হতে পারেননি। অথচ টেস্টে তিনিই দেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। ডমিঙ্গো বলেন, ‘সে কঠিন মানসিকতার ছেলে, দুর্দান্ত ক্রিকেটার। আগেও যেমন বলেছি, বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি তার। ওর ওপর ভরসা রাখছি যে কোনো সময় ঘুরে দাঁড়াবে। ওর এখন প্রয়োজন একটু বিশ্রাম, যেখানে সে নিজের মতো করে তরতাজা হয়ে ভাবতে পারবে যে, নিজের ক্রিকেট এখন কোন জায়গায় আছে।’


অবশ্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্যও মুমিনুলকে নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা হয়ে গেছে। যেখানে এ বাঁহাতির কাঁধেই থাকছে নেতৃত্বের দায়িত্ব।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।