ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

মুমিনুলের চেয়ে ভালো বিকল্প নেই: সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৭ মে ২০২২ ০৭:১৭

মুমিনুলের উপর আস্থা রাখছেন বিশ্বসেরা অলরাউন্ডার৷ ছবি সংগৃহীত মুমিনুলের উপর আস্থা রাখছেন বিশ্বসেরা অলরাউন্ডার৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: দক্ষিণ আফ্রিকায় দল হেরেছে। মুমিনুল হক রান পাননি। ঘরের মাঠে এসে চট্টগ্রামে দল ড্র করেছে। এবারও ব্যাটিংয়ে ব্যর্থ মুমিনুল। মিরপুর টেস্টে একই অবস্থা এ বাঁহাতির। দুই ইনিংসে ৯ রান করেছেন।


ক্যারিয়ারে এই প্রথমবার টানা চার টেস্টের সাত ইনিংসে ব্যর্থ মুমিনুল। চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে হয়নি তাকে। গত ৯ ইনিংসে দুঅঙ্কের ঘর পার হতে পারেননি তিনি। এমন রান খরায় তার উপর চাপ বাড়ছে, তাকে ঘিরে সমালোচনা হচ্ছে, তাকে নেতৃত্ব থেকে সরানোর দাবিও উঠছে।


বৃহস্পতিবার দলের বিপদের সময়েও ভরসা হতে পারলেন না মুমিনুল। রাজিথার শিকার হওয়ার আগে রানের খাতা খুলতে পারেননি। তারপরও মুমিনুলের প্রতি আস্থা রাখতে চান সাকিব আল হাসান। বাঁহাতি এ অলরাউন্ডারের মতে, এই মুহূর্তে টেস্টে বাংলাদেশের নেতৃত্বের জন্য মুমিনুলের চেয়ে ভালো কেউ নেই।

বাংলাদেশের হাতে তার চেয়ে ভালো বিকল্প নেই।
সাকিব মনে করেন, একটা ভালো ইনিংস খেললেই পুরনো ছন্দে ফিরবেন এ বাঁহাতি ব্যাটসম্যান।


বাজে ফর্মের মুমিনুলকে দল থেকে বাদ দেয়া বা বিশ্রামে পাঠানো উচিত কিনা প্রশ্ন করলে আজ দিন শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘একজন অধিনায়কের জন্য এই সময়টা খুবই কঠিন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা তাকে কীভাবে সমর্থন করছি। আমাদের টেস্ট ক্রিকেটের যে অবস্থা মুমিনুলের থেকে বেটার কোন অপশন আমাদের নেই। কাজেই তাকে সাপোর্ট করতে হবে। ম্যাটার অব একটা ইনিংস, ওর সব চেঞ্জ হয়ে যাবে।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।