ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

উইকেটহীন দুই সেশন, শ্রীলঙ্কার লিড ৯৪

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৭ মে ২০২২ ০০:৫৮

চট্টগ্রামের পর ঢাকা টেস্টেও সেঞ্চুরি হাঁকালেন ম্যাথুস। ছবি: বিসিবি চট্টগ্রামের পর ঢাকা টেস্টেও সেঞ্চুরি হাঁকালেন ম্যাথুস। ছবি: বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ মিরপুর টেস্টের চতুর্থ দিন ক্লান্তিকর সময় কাটছে বাংলাদেশ দলের। বোলিংয়ে উইকেটের দেখা পাচ্ছে না টাইগাররা। টানা দুই সেশনে উইকেট পেল না বাংলাদেশ। অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমালের জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কার লিড হয়ে গেছে ৯৪ রান। তাই স্বস্তি নিয়েই চা বিরতিতে গিয়েছে শ্রীলঙ্কা দল।

চা বিরতিতে যাওয়ার আগে অতিথিদের সংগ্রহ ৫ উইকেটে ৪৫৯ রান। ম্যাথুস ১২৩, চান্দিমাল ১২০ রানে ব্যাট করছেন। তাদের যুগলবন্দিতে এসেছে ১৯৩ রান।

লাঞ্চের পর ফিরে ম্যাথুস সেঞ্চুরি পেয়েছেন। টানা দুই টেস্টেই সেঞ্চুরি করলেন তিনি। এটি তার ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি। অন্যদিকে চান্দিমালের প্রিয় প্রতিপক্ষ বাংলাদেশ বলাই যায়। তিনি তুলে নিয়েছেন ১২তম টেস্ট সেঞ্চুরি। যার মধ্যে ৫টিই বাংলাদেশের বিপক্ষে। 

মিরপুরের উইকেটের ব্যাটিং সখ্যতা কাজে লাগিয়ে প্রথম ইনিংসে বড় স্কোর গড়ছে শ্রীলঙ্কা। বাংলাদেশকে বড় লিডে চাপা দেয়ার কাজটাই করছে তারা। 

আজ পুরো দিনই বাংলাদেশের বোলাররা উইকেটের অপেক্ষায় ক্লান্তির বোলিং করে গেছেন। কয়েকবার আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে গেছেন ম্যাথুস-চান্দিমাল। এর বাইরে তাদের সমস্যার কারণ হয়নি বাংলাদেশের বোলিং। 

এখন কার্যত অতিথিদের ইনিংস ঘোষণার অপেক্ষায় বাংলাদেশ দল। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়লে মাত্র একদিন অবশিষ্ট থাকা মিরপুর টেস্টে হারের চোখরাঙানিতে পড়ে যেতে হবে মুমিনুলদের।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।