ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রয়াত ওয়ার্নের সঙ্গে সাকিবের তুলনায় ডোনাল্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৬ মে ২০২২ ১৯:৪১

সাকিবের বোলিংয়ে মুগ্ধ ডোনাল্ড৷ ছবি সংগহীত সাকিবের বোলিংয়ে মুগ্ধ ডোনাল্ড৷ ছবি সংগহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: ২০০৬ সালে স্বপ্নের এক ডেলিভারিতে ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউচকে বোল্ড করেছেন শেন ওয়ার্ন। প্রয়াত অস্ট্রেলিয়ান লেগ স্পিন কিংবদন্তির সেটি ছিল ৭০০তম উইকেট।


বুধবার মিরপুর স্টেডিয়ামে ওয়ার্নকেই যেন স্মরণ করালো সাকিব আল হাসানের একটি ডেলিভারি। বাঁহাতি ব্যাটসম্যানের বিরুদ্ধে বাঁহাতি স্পিনারের অবিশ্বাস্য এক ডেলিভারি ছুঁড়েছিলেন সাকিব। দিমুথ করুনারত্নেকে বোল্ড করেছেন তিনি। ফ্লাইটেড ডেলিভারি করেছিলেন সাকিব, সিঙ্গেল নেয়ার আশায় পা বাড়িয়ে সামনে খেলতে চেয়েছিলেন করুনারত্নে। অফ স্ট্যাম্পের বাইরে পড়া বলটা তার ব্যাট-প্যাডের ফাঁক গলিয়ে মিডল স্ট্যাম্প ভেঙে দেয়।


মিরপুর টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের সেরা বোলার সাকিব। বাঁহাতি স্পিনে ২৬ ওভারে ৫৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।
তাতেই বাঁহাতি এ অলরাউন্ডারের গুণমুগ্ধ হয়েছেন অ্যালান ডোনাল্ড। বাংলাদেশের এই পেস বোলিং কোচ বুধবার সংবাদ সম্মেলনে সাকিবকে প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নের সঙ্গে তুলনা করেছেন।


তিনি বলেছেন, ‘এমন একজনকে আর কী শেখানো যায়, এটাই আমার প্রশ্ন! সে শেন ওয়ার্নের মতো অভিজ্ঞ, অনেক সফর করেছে। আমি জানি, সে এবং রঙ্গনা (স্পিন কোচ রঙ্গনা হেরাথ) বেশ ঘনিষ্ঠ। নিজের আপন জগতে সাকিব যখন স্পিন বোলিং নিয়ে কথা বলে, শুনতে দারুণ লাগে।’


সাবেক এই প্রোটিয়া ফাস্ট বোলার আরও বলেন, ‘আমি সবসময়ই সাকিবে মুগ্ধ। আজকে ডাগআউটে বসে কয়েকজনকে বলছিলাম, এবি ডি ভিলিয়ার্স যখন বলে যে সাকিবকে সামলানো কঠিন, তখন তা সত্যিই কঠিন। সে স্মার্ট অপারেটর।’


ম্যাচের চতুর্থ দিনে ৫ উইকেট পেয়ে যাবেন সাকিব। এমনটাই আশা ডোনাল্ডের, ‘আশা করি, আগামীকাল সে ৫ উইকেট নিয়ে মাঠ ছাড়বে। তার মতো একজনকে পাওয়া দলের জন্য দারুণ। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের জন্য অমূল্য।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।