ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

মুমিনুল ফর্মহীন, মানছেন না ডমিঙ্গো

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৪ মে ২০২২ ০৯:০১

টানা ব্যর্থ বাংলার কাপ্তান৷ ছবি সংগৃহীত টানা ব্যর্থ বাংলার কাপ্তান৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট:  টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান মুমিনুল হক। কিন্তু সম্প্রতি রান নেই তার ব্যাটে। যা নিয়ে ক্রমেই সমালোচনা বাড়ছে। অধিনায়ক হলেও তাকে দল থেকে বাদ দেয়ার দাবি উঠছে।
যদিও সন্দেহাতীতভাবে গত এক দশকে এ ফরম্যাটে দেশের সেরা ব্যাটসম্যান তিনি। তবে সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে থিতু হতে পারছেন না তিনি।

সময়টা ভালো যাচ্ছে না তার। শেষ ৫ ইনিংসে দুঅঙ্কের ঘরও পার হতে পারেননি। সোমবার মিরপুর স্টেডিয়ামে ৯ রান করে আউট হয়েছেন মুমিনুল। অফ স্ট্যাম্পের লাগোয়া আসিথা ফার্নান্দোর বল তার ব্যাটে চুমো খেয়ে কিপারের হাতে চলে যায়। রান না পেলেও নিজের ব্যাটিং নিয়ে চিন্তিত নন বলে বারবারই দাবি করে আসছেন বাংলাদেশের অধিনায়ক।


বাঁহাতি এ ব্যাটসম্যানের এমন আত্মবিশ্বাসের কারণ জানালেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। এমনকি মুমিনুলকে ফর্মহীন মানতেও নরাজ তিনি। তার মতে, এ বাঁহাতি ব্যাটসম্যান শুধু রানটাই পাচ্ছেন না।


মুমিনুলের নির্ভার থাকার কারণ জানতে চাইলে আজ প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছেন, ‘কারণ তার দুর্দান্ত রেকর্ড রয়েছে। টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি তার, তাও ৫১ ম্যাচে (আসলে ৫৩ ম্যাচ)। মুশফিক নবম সেঞ্চুরি পেল তার ৮২তম টেস্টে। মুমিনুল জানে কীভাবে রান করতে হয়। সব খেলোয়াড়েরই বাজে সময় যায়। কোচ হিসেবে আপনার দায়িত্ব হলো, এসব খেলোয়াড়কে সমর্থন করা, যে কিছুটা আত্মবিশ্বাস হারিয়েছে। এটা নিশ্চিত করা যাতে তারা এ সময়টা কাটিয়ে উঠতে পারে।’


মুমিনুলকে ফর্ম হীন মনে করেন না ডমিঙ্গো। অধিনায়কের কাঁধে আস্থার হাত রেখে তিনি বলেন, ‘আমি মনে করি না সে ফর্মহীন। সে রান পাচ্ছে না। আজ সকালেও নেটে তাকে দারুণ লেগেছে। সে রানের বাইরে, ফর্মের বাইরে নয়।’
এই প্রোটিয়া কোচ আরও বলেন, ‘চার টেস্ট আগেই সে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮০-র আশপাশে অবিশ্বাস্য একটা ইনিংস খেলেছে।

ওই ইনিংসটাই আমাদের জয়ের ভিত গড়ে দিয়েছিল। এটা অনেক দিন আগের কথা নয়। কোনো খেলোয়াড়ই প্রতিটি ম্যাচে রান পায় না। আমার মনে হয় সে দ্রুতই বড় একটা ইনিংস খেলবে।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।