ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

পারিবারিক কারনে সাকিবের ছুটির গুঞ্জন, সিদ্ধান্ত দ্বিতীয় টেস্ট শেষে

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২২ ০৮:০১

টেস্ট নয় ওডিআইয়ে ছুটির গুঞ্জন৷ ছবি সংগৃহীত টেস্ট নয় ওডিআইয়ে ছুটির গুঞ্জন৷ ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক: গেল কয়েক বছর ধরেই সিরিজের আগে বড় আলোচনা সাকিবের থাকা না থাকা৷ দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে বিশ্রাম চাওয়ায় শেষ পর্যন্ত হয়েছে অনেক কিছুই৷ যদিও খেলেছেন ওডিআই সিরিজ৷ তবে যৌক্তিক কারনে খেলা হয়নি দুই টেস্ট৷ চলমান শ্রীলংকা সিরিজের মাঝেই বড় সংলাপ উইন্ডিজ সিরিজ নিয়ে৷ ইতিমধ্যে গুঞ্জন উঠেছেন সাকিবের বিশ্রাম নিয়ে৷

বাংলাদেশের উইন্ডিজ সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ না হওয়ায় সে সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চাইছেন সাকিব।

তবে বিসিবির ক্রিকেট পরিচালন বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, তাঁদের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে ছুটি চাননি সাকিব।

সাকিব আল হাসানসাকিব আল হাসান
এ ব্যাপারে জালাল ইউনুস বলেছেন, ‘আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারিনি। আমরা তাকে এখনো সব সংস্করণে ধরে নিয়েই এগোচ্ছি। কিন্তু যেহেতু পরের দিকে আছে ওয়ানডে সিরিজ, পরে যদি জানায়, তখন দেখা যাবে। শুনেছি, সে সময় তাঁর পারিবারিক কাজ থাকতে পারে।’

এদিকে দীর্ঘ সময় পর টেস্ট দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান৷ এছাড়াও দলে ডাক পেয়েছেন ডিপিএল মাতানো এনামুল হক বিজয়৷

সব ঠিক থাকলে আগামী ৫ জুন দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ। সেখানে টেস্ট সিরিজের দুই ম্যাচ হবে ১৬ ও ২৪ জুন। প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগা, দ্বিতীয়টি সেন্ট লুসিয়া। টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

এরপর আগামী ২ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ হবে ৩ ও ৭ জুলাই। ডমিনিকায় প্রথম দুটি টি-টোয়েন্টি খেলে গায়ানায় হবে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। বাংলাদেশ দল সফর শেষ করবে ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ খেলে। সব কটি ম্যাচের ভেন্যু গায়ানা।

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।