ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ঢাকা টেস্টে জয়ে চোখ বাংলাদেশের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২২ ০১:৩৯

ঢাকা টেস্ট সামনে রেখে শেষ দিনের অনুশীলনে মুমিনুল। ছবি: গেটি ইমেজ ঢাকা টেস্ট সামনে রেখে শেষ দিনের অনুশীলনে মুমিনুল। ছবি: গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ সোমবার থেকে ঢাকায় শুরু হচ্ছে স্বাগতিক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ড্র দিয়ে শেষ হওয়ায়, ঢাকা টেস্ট হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারনীতে। যদিও দ্বিতীয় টেস্টের আগে কিছুটা দুশ্চিন্তা রয়েছে বাংলাদেশ শিবিরে। কেননা, চোটের কারণে একের পর এক তারকা ক্রিকেটারের ছিটকে যাওয়ায় বিপাকে মুমিনুল হকের দল।

চট্টগ্রাম টেস্টের একাদশে থাকা স্পিনার নাঈম হাসান ও পেসার শরিফুল ইসলামকে ঢাকা টেস্টে পাচ্ছে না বাংলাদেশ। চট্টগ্রামে শরিফুল নিষ্প্রাণ বোলিং উপহার দিলেও, নাঈম হাসান ছিলেন উজ্জ্বল। ক্যারিয়ার সেরা বোলিংয়ে নেন ছয়টি উইকেট। তবে চোটের কারণে এই দুই ক্রিকেটারকে দ্বিতীয় টেস্টে পাচ্ছে না বাংলাদেশ। 

মিরপুরে অনুষ্ঠিত হওয়া সবশেষ পাঁচ টেস্টের সবকটিতে এসেছে ফল। তাই শ্রীলঙ্কার বিপক্ষেও জয়ে চোখ রাখছে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে মুমিনুল বলেন, ‘আপনারা সবাই জানেন যে, মিরপুরের উইকেটে সবসময় রেজাল্ট হয়। এখানে বোলিংটা নিখুঁত হতে হয়ে। শুধু তাই নয়, ব্যাটিং-বোলিং দুটোতেই ভালো করা খুব গুরুত্বপূর্ণ। আমরাও সে চেষ্টা করব। চেষ্টা করব দল হিসেবে খেলার। অ্যাফোর্ট দেওয়ার। চেষ্টা করব ফল পক্ষে আনার।’

চট্টগ্রাম টেস্টে বোলিংয়ে প্রথম ইনিংসে নাঈম হাসান একাই পার্থক্য গড়ে দিলেও, ব্যাটিং তামিম, লিটন ও মুশফিক ব্যাতিত বাকিরা ছিলেন ব্যর্থ। তবে ঢাকা টেস্টে ফল নিজেদের দিকে আনতে দলগত পারফরম্যান্সে মনোযোগী হতে চান টাইগার দলপতি। তিনি বলেন, 'আমার কাছে মনে হয় আমাদের জন্য ভালো একটা সুযোগ। চট্টগ্রাম টেস্টের কথা চিন্তা না করে এখন আমাদের নতুন করে ভাবতে হবে। আশা করি ঢাকা টেস্টেও যেন দলগতভাবে খেলতে পারি, তাহলে ফলাফল আমাদের পক্ষে আসবে।'

বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেস আন্তর্জাতিক পর্যায়ের নয়। লম্বা সময় ধরে খেলার মধ্যে থাকায়, ক্রিকেটারদের মাঝে ক্লান্তির ভাব চলে আসছে কিনা। এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে মুখ খুলেছেন মুমিনুল।

তিনি বলেন, ‘ক্লান্তির কথা উঠলে বলব— আমার কাছে এমন কিছু মনে হয় না। আর, আগে-পিছে কী হলো কিংবা কে কী বলল, তা নিয়ে মাথা ঘামাচ্ছি না। এসব নিয়ে ভাবছি না। আগামী পাঁচ দিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আগামী পাঁচ দিন কী হবে, সেটিই আমাদের ভাবনা। মাঠে ভালো করতে হবে, এটাই আমাদের ভাবনা।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।