ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মুশফিক ৫ হাজারে, বাংলাদেশ ১২ রান দূরে

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৮ মে ২০২২ ২২:৫৫

মুশফিকুর রহিম৷ ছবি সংগৃহীত মুশফিকুর রহিম৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট:  সকালের বৃষ্টিতে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পরে শুরু হয়েছিল চতুর্থ দিনের খেলা। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সময়টা ভালোই কাটছে। বুধবার প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। সেঞ্চুরির পথে হাঁটছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। সেশনের দ্বিতীয় ঘন্টায় প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক।


লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৮৫ রান। মুশফিক ৮৫, লিটন ৮৮ রানে ব্যাট করছেন।


এই সেশনে বিনা উইকেটে ৬৭ রান যোগ করেছে বাংলাদেশ। ২৭ ওভার খেলা হয়েছে।
সঙ্গত কারণেই প্রশ্ন উঠছে, মুশফিক-লিটন কি একটু ধীর গতিতে খেললেন? সাগরিকার উইকেট এখনও ব্যাটিং বান্ধবই আছে। বোলাররা উইকেট পেতে মাথা খুঁটে মরছেন। টেস্টে বাংলাদেশও ভালো অবস্থানে আছে। ম্যাচের বাকি আর মাত্র ৫ সেশন। দুই দলের দুটি ইনিংস বাকি আছে।


প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে টপকে যাওয়ার পর লিডের চিন্তা। ভালো একটা লিড নেয়ার পর সফরকারীদের পাঠাতে হবে ব্যাটিংয়ে। সার্বিক দিক বিবেচনায় চতুর্থ দিনের প্রথম সেশনে ভালো গতিতে রান তুলতে পারেননি মুশফিক-লিটন।


তবে ম্যাচ জয়ের সুযোগ তৈরি করতে হলে দ্বিতীয় সেশনে দ্রুত রান তুলতেই হবে তাদেরকে।
সাগরিকায় ৫ হাজার থেকে ১৫ রান দূরে থেকে আজ ব্যাটিংয়ে নেমেছিলেন মুশফিক। এক ঘন্টায় তুলতে পারেননি এই রান। দ্বিতীয় ঘন্টার শুরুতে আসিথা ফার্নান্দোর বলে ২ রান নিয়ে এই মাইলফলক পার হন তিনি।

 

-নট আউট/এমজেএ/ এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।