ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ব্যাটিং দাপটে বাংলাদেশের দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৮ মে ২০২২ ০৩:৫৯

তামিমের দেখানো পথে ছুটছে মুশফিক ও লিটন৷ ছবি সংগৃহীত তামিমের দেখানো পথে ছুটছে মুশফিক ও লিটন৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক নিশ্চিতভাবেই আক্ষেপে পুড়ছেন। সাগরিকার এমন ব্যাটিং স্বর্গে তাদের ব্যাটে রান নেই। বাংলাদেশের ব্যাটিং লাইনের বাকি সবাই রান পেয়েছেন। দুই বাঁহাতি ব্যাটসম্যান উইকেটেই দাঁড়াতে পারেননি। তামিম ইকবালের দশম টেস্ট সেঞ্চুরি পর মুশফিকুর রহিম ও লিটন দাসের হাফ সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে জবাব দিচ্ছে বাংলাদেশ দল।


মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৩১৮ রান। শ্রীলঙ্কার চেয়ে প্রথম ইনিংসে এখনও ৭৯ রানে পিছিয়ে টাইগাররা। মুশফিক ৫৩, লিটন ৫৪ রানে অপরাজিত আছেন। আগামীকাল চতুর্থ দিনে তাদের ইনিংস বড় হলে প্রথম ইনিংসে বাংলাদেশ লিড নেয়ার আশা করতেই পারে।


আজ তৃতীয় দিনের সকালটা ভালোই ছিল বাংলাদেশের। তামিম-মাহমুদুল হাসান জয়ের জুটি শতরান পেরিয়েছে। টেস্টে বাংলাদেশের পক্ষে ওপেনিংয়ে এটি অষ্টম শতরানের জুটি। ৫ বছর পর ওপেনিংয়ে আসলো একশো ছাড়ানো জুটি। তারা অবিচ্ছিন্ন থেকেই লাঞ্চে গিয়েছিলেন।


লাঞ্চের পর ফিরেই ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয় আসিথা ফার্নান্দোর শিকার হন। ১৬২ রানে ভাঙে ওপেনিং জুটি। জয় ৫৮ রান করেন। তারপর ১২ রানের ব্যবধানে বিশ্ব ফার্নান্দোর কনকাশন সাব হয়ে নামা কাসুন রাজিথার তোপে শান্ত (১), মুমিনুলকে (২) হারায় বাংলাদেশ। সতীর্থদের আসা-যাওয়ার মাঝেই ২৬ মাস পর টেস্টে সেঞ্চুরি পূর্ণ করেন তামিম।


ইনিংসটা বড় হচ্ছিল এ বাঁহাতির। কিন্তু চট্টগ্রামের তীব্র গরমে পাশের আঙুলের পেশীতে টান পড়ে তার। দুই দফা টান পড়লেও ব্যথা সহ্য করে চা বিরতি পর্যন্ত খেলেছেন তামিম। চা বিরতির পর আর মাঠে নামেননি। ১৩৩ রান করে বিশ্রামে যান তিনি।


চা বিরতির পর তৃতীয় সেশনে বাংলাদেশকে ক্রমশ শ্রীলঙ্কার স্কোরের কাছাকাছি নিয়ে গেছেন মুশফিক-লিটন। কোনো বিপদ হতে দেননি তারা। মুশফিক ২৬তম ও লিটন ১২তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ৯৮ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন তারা।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।