ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

চট্টগ্রামেও অসহায় মুমিনুল

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২২ ০০:২৫

ছন্দে ফিরতে ব্যর্থ মুমিনুল৷ ছবি সংগৃহীত ছন্দে ফিরতে ব্যর্থ মুমিনুল৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: ক্যারিয়ারের শুরুতে দারুনভাবে ছন্দে থাকা ব্যাটার মুমিনুল এখন নিজেকে খুঁজে পেতে চেষ্ঠা করছেন আপ্রাণ৷ নিজেকে পুরনো রূপে ফিরিয়ে আনতে ব্যর্থ বাংলার কাপ্তান৷ চলমান শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে আউট মাত্র দুই রানে৷

ব্যাট হাতে ১১ সেঞ্চুরির ৯টি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে থাকলেও আজ পায়নি ছন্দ খুঁজে৷ এছাড়াও সর্বশেষ ৫ ইনিংসে ব্যক্তিগত সংগ্রহ হয়তো ভুলেই যেতে চাইবেন এই বামহাতি ব্যাটার৷

ডারবান, পোর্ট এলিজাবেথের পর নিজের পছন্দের চট্টগ্রামেও দুই অঙ্ক স্পর্শ করতে পারলেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

কাসুন রাজিথার বলে বোল্ড হবার আগে মাত্র ২ রান করতে পারেন মুমিনুল। ১৯ বল স্থায়ী ইনিংসে ছিলেন না সাবলীল।

মুমিনুল হকের অফ ফর্ম চলছে বেশ লম্বা সময় ধরে। ১৭ ইনিংসে নেই কোন সেঞ্চুরি। শেষ ফিফটিও এসেছিল ৮ ইনিংস আগে। মাউন্ট মঙ্গানুইয়ে ৮৮ রান করার পর ৮ ইনিংসে ৬ বারই এক অঙ্কের রান করেছেন তিনি, কোন রান না করে আউট হয়েছেন ২ বার।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।