ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ক্যাচ ছাড়লেন মুশফিক, বিশ্ব-ম্যাথুসের প্রতিরোধের দেয়াল

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২২ ০১:০০

মুশফিকুর রহিম৷ ছবি সংগৃহীত মুশফিকুর রহিম৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: প্রথম দিনে নাঈম যেভাবে শুরু করেছিলেন দ্বিতীয় দিনেও শুরুটা তার থেকেও দারুণভাবে এনে দিয়েছেন৷ এক ওভারে জোড়া উইকেট তুলে লাঞ্চ বিরতিতে নিয়েছিল দলকে৷ ফিরে এসে সাকিব দুই উইকেট তুলে নিয়ে নিলে অল্পতেই গুটিয়ে যাওয়ার সম্ভাবনা জাগে সফরকারীদের৷ তবে বিশ্ব-ম্যাথুস গড়েছেন শক্ত দেয়াল৷ যে দেয়াল ভেদ করতে ভালোই কষ্ট করতে হচ্ছে স্বাগতিক বোলারদের৷

মাথাব্যথার কারণ হয়ে ওঠা জুটি ভাঙার সুযোগ এসেছিল। কিন্তু সেটা কাজে লাগাতে পারলেন না মুশফিকুর রহিম। বিশ্ব ফার্নান্দোর সহজ ক্যাচ ছাড়লেন তিনি।

১৩৯তম ওভারের তৃতীয় বলটি ঝুলিয়ে দেন সাকিব, উড়িয়ে মারার চেষ্টা করেন বিশ্ব। ব্যাটে-বলে ঠিকমতো করতে পারেননি তিনি। সহজ ক্যাচ যায় মিড-অনে মুশফিকের কাছে। কিন্তু দুই হাতে বল মুঠোয় জমাতে পারেননি তিনি।

১৬ রানে জীবন পান বিশ্ব। সে সময় জুটির রান ছিল ৪৭। বিশ্ব খেলছেন ৭৫ বলে ১৭ রান করে। ৩৫৩ বল খেলা ম্যাথিউসের রান ১৭৮।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।