ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

টস হারলেন মুমিনুল, বোলিংয়ে বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২২ ১৯:৪২

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। ফাইল ছবি টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কিছুক্ষণ পরেই মাঠে নামছে বাংলাদেশ। সাগরিকায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায়। আর প্রথম টেস্টেই টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। 

প্রথম টেস্টে বাংলাদেশের একাদশে এসেছে একাধিক পরিবর্তন। গত ডিসেম্বরের পর দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি। চোটে পড়া মিরাজের পরিবর্তে দীর্ঘদিন পর দলে ফিরেছেন লোকালবয় নাঈম হাসানও। ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। একাদশে নেই মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টের হিরো এবাদত হোসেন। 

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো বিশ্বকাপজয়ী অজি তারকা অ্যান্ড্রু সায়মন্ডসের মৃত্যুতে  ম্যাচের আগে এক মিনিট নিরবতা পালন করবে দু'দলের খেলোয়াড়রা

বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশঃ দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, লাসিথ এম্বুলডেনিয়া, বিশ্ব ফার্নান্দো ও অসিথ ফার্নান্দো।

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।